E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পীরগঞ্জে ১০ টি কেন্দ্রে পরীক্ষার্থী ২ হাজার ৮৫৩, অনুপস্থিত ২৪

২০১৬ এপ্রিল ০৩ ১৬:৪৪:০২
পীরগঞ্জে ১০ টি কেন্দ্রে পরীক্ষার্থী ২ হাজার ৮৫৩, অনুপস্থিত ২৪

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে পৃথক ১০ টি কেন্দ্রে উপজেলার ২ হাজার ৮৫৩ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ গ্রহন করছে। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন এইচ এস সি পরীক্ষায় পৃথক ৬টি কেন্দ্রে মোট ১ হাজার ৭৮৪ জন, মাদ্রাসা বোর্ডের অধীন  জাফরপাড়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৩৮ জন ও কারিগরী শিক্ষাবোর্ডের অধীন পৃথক ৩ টি কেন্দ্রে ৭৩১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে চলতি এইচএসসি পরীক্ষায় খালাশপীর বঙ্গবন্ধু ডিগ্রী কলেজ কেন্দ্রে ৩ টি কলেজের - ১৮৫জন, ভেন্ডাবাড়ী মহিলা কলেজ কেন্দ্রে ৩ টি কলেজের – ৪৩৯ জন, ভেন্ডাবাড়ী ডিগ্রী কলেজ কেন্দ্রে ৩টি কলেজের - ২৩৭ জন, চতরা ডিগ্রী কলেজ কেন্দ্রে ৩ টি কলেজের - ২৩৯ জন, পীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রে- ৩৩৪ জন, পীরগঞ্জ শাহ্ আব্দুর রউফ কলেজ কেন্দ্রে- ৩৫০ জন।

কারিগরী শিক্ষা বোর্ডে ঢাকার অধিনে খালাশপীর টেকনিক্যাল এন্ড বি এম কলেজ কেন্দ্রে ২ টি কলেজের- ২৯৩ জন, পীরগঞ্জ বিজ্ঞান ও কারিগরী কলেজ কেন্দ্রে - ৩২০ জন, চতরা বিজ্ঞান ও কারিগরী কলেজ কেন্দ্রে ৩ টি কলেজের - ১১৮ জনসহ সর্বমোট ২ হাজার ৮’শ ৫৩ জন পরীক্ষার্থী উল্লেখিত পরীক্ষায় অংশগ্রহন করে। তন্মধ্যে রোববার প্রথম দিন বাংলা বিষয় পরীক্ষায় ২৪ জন অনুপস্থিত থাকে। এদিন কোন পরীক্ষার্থী বহিস্কার হয়নি।



(জিকেবি/এস/এপ্রিল০৩,২০১৬)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test