E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

২০৪০ সালের মধ্যে ধনী দেশে রূপান্তরিত করতে পারমাণবিক শক্তির বিকল্প নেই

২০১৪ জুন ০৪ ১৪:০৩:২৪
২০৪০ সালের মধ্যে ধনী দেশে রূপান্তরিত করতে পারমাণবিক শক্তির বিকল্প নেই

স্টাফ রিপোর্টার : বাংলাদেশে পারমাণবিক প্রযুক্তি ব্যবহারে সুরক্ষা এবং নিরাপত্তার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

বুধবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে ‘শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তি ব্যবহার’ বিষয়ক দুইদিন ব্যাপী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মাহমুদ আলী বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্য আয়ের এবং ২০৪০ সালের মধ্যে ধনী দেশে রূপান্তরিত করতে পারমাণবিক শক্তির বিকল্প নেই। বাংলাদেশে পারমাণবিক প্রযুক্তি ব্যবহারে সুরক্ষা এবং নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দেওয়ার জন্য আমরা বিভিন্ন দক্ষ দেশের কাছ থেকে অভিজ্ঞতা গ্রহণ করছি। বিশেষ করে ২০১১ সালের ১১ মার্চ ফুকোসিমা ডাইসি পাওয়ার প্ল্যান্টে দুর্ঘটনার পরে জাপানের অভিজ্ঞতা জানার চেষ্টা করছি।

তিনি বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্য আয়ের এবং ২০৪০ সালের মধ্যে ধনী দেশে রূপান্তরিত করতে আমরা কেবল পারমাণবিক শক্তি ব্যবহারের ওপর নির্ভরশীল নই। পারমাণবিক শক্তির পাশাপাশি কয়লাভিত্তিক শক্তি থেকে শুরু করে পরিবর্তনশীল শক্তি ব্যবহারেও গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার।

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোসিমা বলেন, বাংলাদেশ ১৫০ মিলিয়ন মানুষের দেশ। এটি একটি বড় বাজার। এজন্য বাংলাদেশের জ্বালানি খাতকে এগিয়ে নিতে জাপান সরকার সহযোগিতা প্রদান করতে আগ্রহ প্রকাশ করেছে।

(ওএস/এটিঅার/জুন ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test