E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভূমি সংক্রান্ত ব্যবসা ধনীদের হাতে : ভূমিমন্ত্রী

২০১৪ জুন ০৪ ১৪:২১:৩৭
ভূমি সংক্রান্ত ব্যবসা ধনীদের হাতে : ভূমিমন্ত্রী

স্টাফ রিপোর্টার : ভূমি সংক্রান্ত ব্যবসা ধনীদের হাতে চলে যাওয়ায় দেশে উৎপাদন কমে গেছে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ (ডিলু)।

বুধবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা ও জনগণের ভাবনা শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন। বেসরকারি সংস্থা অ্যাকশন এইড, আভাস, বিডিও, বিএসডিও, মুক্তি নারী, পুআমধো, এসকেএস, সাউথ এশিয়া পার্টনারশিপ, ইউএসএস, উলাশি সৃজনী সংঘ, বার্ডসহ বেশ কিছু সংস্থার উদ্যোগে এ গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়।

এসময় মন্ত্রী উপস্থিত ভুক্তভোগীদের বিভিন্ন অভিযোগের কথা শুনে বলেন, গত পাঁচমাস আগে আমি ভূমিমন্ত্রী হিসেবে এ মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর ভূমি সংক্রান্ত ২১টি সমস্যা সমাধান করেছি। ভূমি ক্রয়-বিক্রয়ের কারণে ভূমির মূল্য অনেক বেশি হয়েছে, যার ফলে দেশের পয়সাওয়ালা ও প্রবাসীদের কাছেও কিছু জমি কিনে রাখা একটি লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে।

প্রকৃত ভূমিহীনদের মধ্যে ভূমি বন্দোবস্ত দেওয়া যায়নি। কিছু কিছু স্থানে দেয়া গেলেও তারা তাদের ভূমির কাছে পৌঁছতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, যেভাবে জমি হস্তান্তর হচ্ছে সেভাবে উৎপাদন বাড়ছে না। প্রকৃত ভূমিহীনদের মধ্যে ভূমি বন্দোবস্ত দেয়া যায়নি। কিছু কিছু স্থানে দেয়া হলেও ভূমিহীনরা তাদের ভূমির কাছে যেতে পারেনি। এজন্য ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটালাইজেনের আওতায় আনতে হবে। তবেই দুর্নীতি কমে আসবে। এসময় অতি দ্রুত ভূমিনীতি সংস্কার করা হবে বলেও জানান মন্ত্রী। মন্ত্রী ক্ষতিগ্রস্ত মানুষদেরকে তাদের অধিকার আদায়ে একত্র হওয়ার জন্যও সকলের প্রতি আহ্বান জানান।

অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য শামসুল আলম দুদু, খুলনা-১ আসনের সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ শফিউল আলম, নীলফামারী-১ আসনের এমপি আফতাব উদ্দিন সরকার, কুষ্টিয়া-১ এর সংসদ সদস্য আলহাজ মো. রেজাউল হক, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান প্রমুখ।

(ওএস/এটিআর/জুন ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test