E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

স্থলবন্দরের দাবিতে কিছুক্ষণ থমকে গেল মেহেরপুর

২০১৬ এপ্রিল ০৪ ১৪:২৫:২২
স্থলবন্দরের দাবিতে কিছুক্ষণ থমকে গেল মেহেরপুর

মেহেরপুর প্রতিনিধি : স্থলবন্দরের দাবিতে কিছুক্ষণে থমকে গেল মেহেরপুর জেলা শহর। সাড়ে ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসুচি চলে। কর্মসূচির সময়ে ব্যবসায়ী ও অন্য পেশার মানুষ নিজ নিজ প্রতিষ্ঠান বন্ধ করে সামনের সড়কে হাতে হাত মিলিয়ে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকেন।

অন্যান্য পেশার লোকজন কর্মসূচিতে অংশ নেন। একই সঙ্গে জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি,ব্যবসায়ী, শ্রমিক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ সকল স্তরের মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।

মেহেরপুর স্থলবন্দর আন্দোলন ফোরামের মুখপাত্র এম এ এস ইমনের নেতৃত্বে শহরের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মিছিল সহকারে এসে আন্দোলনে যোগ দেয়। ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে শহরের কোর্ট মোড় থেকে বড় বাজার পর্যন্ত সড়কের দুই পাশে দাঁড়িয়ে স্থলবন্দরের দাবিতে স্লোগান দিতে থাকে।

এ সময় শহরের হোটেল বাজার মোড়ে জমায়েত হয়ে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন মেহেরপুর স্থলবন্দর বাস্তবায়ন আন্দোলন ফোরামের মুখপাত্র এম এ এস ইমন, সংগঠক সাফুয়ান আহমেদ রুপক, মেহেরপুর উন্নয়ন ফোরামের প্রেসিডেন্ট সিনিয়র সাংবাদিক রফিকুল আলম, সম্পাদক ও গবেষক আতাউর রহমান, ,আব্দুর রাজ্জাক, সদরুল ইসলাম নাহিদ, ক্রীড়া সংগঠক শামিমুল ইসলাম প্রমুখ।

(এমআইএম/এএস/এপ্রিল ০৪, ২০১৬)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test