E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈদের আগে শ্রমিক না ছাঁটাইয়ের নির্দেশ

২০১৪ জুন ০৪ ১৪:২৫:০০
ঈদের আগে শ্রমিক না ছাঁটাইয়ের নির্দেশ

স্টাফ রিপোর্টার : শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু ঈদের আগেই তৈরি পোশাক শিল্পে নিয়োজিত শ্রমিক-কর্মচারিদের বেতন-ভাতা পরিশোধের পাশাপাশি ছাঁটাই না করার নির্দেশ দিয়েছেন।

বুধবার দুপুরে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সময়ে গার্মেন্টস শিল্পকারখানায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানান বিজিএমইএ এবং বিকেএমইএ নেতৃবৃন্দ। তারা ঈদের আগে যথাসময়ে শ্রমিক কর্মচারিদের বেতন-ভাতা পরিশোধেরও অঙ্গীকার করেন।

অন্যদিকে শ্রম প্রতিমন্ত্রী বৈঠকে জানান, বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কার্যনির্বাহী কমিটিতে ৩ বছরের জন্য সহকারীর পদ পেয়েছে। বাংলাদেশ ভোট পেয়েছে ২৩টি। এর ফলে বাংলাদেশ সরাসরি শ্রমিকদের স্বার্থরক্ষায় কাজ করতে পারবে।

বৈঠকে নিবন্ধিত শিল্প কারখানার মালিকদের ক্রাইসিস মোকাবিলায় নিজেদের মধ্যে বৈঠক করতে অনুরোধ জানান প্রতিমন্ত্রী। বিজিএমইএ ও বিকেএমইএর সদস্য ছাড়াও নিবন্ধনহীন অন্য কারখানা মালিকদের তালিকা হালনাগাদের নির্দেশ দেন তিনি।

প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিজিএমইএর সহ-সভাপতি রিয়াজ বিন মাহমুদ, বিকেএমইএর পরিচালক কামাল পাশা, ভারপ্রাপ্ত শ্রমসচিব মজিবুর রহমান, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আহমেদ, যুগ্মসচিব (শ্রম) ফয়জুর রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ ছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ বৈঠকে অংশ নেন।

(ওএস/এটিআর/জুন ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test