E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

২০১৯ সালের একদিন আগেও নির্বাচন হবে না :নাসিম

২০১৬ এপ্রিল ০৪ ২০:৪৭:০৩
২০১৯ সালের একদিন আগেও নির্বাচন হবে না :নাসিম

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :ইউরোপ আমেরিকাতে যেভাবে নির্বাচন হয়, সে ভাবেই বাংলাদেশে নির্বাচন হবে এবং বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের সংবিধান মোতাবেক হবে, ২০১৯ সালের একদিন আগেও নির্বাচন হবে না।

সোমবার বিকেলে শাহজাদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠের জনসভায় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগ আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন।

জনাব নাসিম বলেন, ৫ জানুয়ারি নির্বাচন না হলে দেশে মার্শাল ল আসতো খালেদা জিয়া সেটাই চেয়েছিলেন, আর মার্শাল ল আসলে শেখ হাসিনা ক্ষমতায় আসতেন না,দেশের মানুষ চিকিৎসাসেবা পেতোনা, ঘরে ঘরে বিদ্যুত পেতো না, আজ বাংলাদেশ আলোকিত হয়েছে। তিনি তৃণমুলের সিদ্ধান্ত মোতাবেক আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান।

শেখ হাসিনা ক্ষমতায় আছে বলে দেশে আজ জঙ্গিবাদ নেই, দেশে আজ সন্ত্রাস নেই,দেশে আজ উন্নয়নের জোয়ার বইছে।

তিনি আরও বলেন, খালেদা জিয়া ক্ষমতায় আসলে দেশে জঙ্গিবাদের উত্থান হয়। হাসিনা বিহীন নির্বাচনের কথা বলে খালেদা জিয়া কিসের ষড়যন্ত্র করছে দেশবাসী স্পষ্ট জানতে চায়্, তিনি সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, খালেদা জিয়ার কোন ষড়যন্ত্রই সফল হবে না।

জনসভায় আরও বক্তব্য রাখেন অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি, ম ম আমজাদ হোসেন মিলন এমপি, সেলিনা বেগম স্বপ্না এমপি, উপজেলা চেয়ারম্যান আজাদ রহমান,সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরু এবং জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

জনসভার শুরুতে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

মন্ত্রী এর আগে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সম্প্রসারিত অংশের নব নির্মিত ভবনের উদ্বোধন করেন।

(এটিপি/এস/এপ্রিল০৪,২০১৬)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test