E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

পত্নীতলায় ৩ ভূয়া ডাক্তারের জেল

২০১৬ এপ্রিল ০৫ ১৮:০৫:১৩
পত্নীতলায় ৩ ভূয়া ডাক্তারের জেল

নওগাঁ প্রতিনিধি : সোমবার দিনগত রাতে নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুরে আশা ক্লিনিকে অভিযান চালিয়ে ৩ ভূয়া ডাক্তাকে আটক করে ১বছর ৯মাস কারাদন্ড ও ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩মাস কারাদন্ডের আদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

জানা গেছে, ঘটনার সময় ওই ক্লিনিকে অবৈধ অপরেশনের সময় ভ্রাম্যমান আদালত সেখানে অভিযান চালায়। অভিযান চলাকালীন সময়ে উপজেলার শিমুলিয়া গ্রামের মোকলেছুর রহমানের স্ত্রী মনোয়ারা বিবির (৬০) পিত্ত থলিতে পাথরের অপারেশন করা অবস্থায় মৃত লিয়াকত আলী দেওয়ানের ছেলে ওই ক্লিনিকের ভূয়া ডাক্তার ময়েন উদ্দীনসহ তার ছেলে দেলোয়ার হোসেন (২৭) এবং হরিরামপুর এলাকার গহীর উদ্দীনরে পুত্র বাবুল আক্তার (৫২) কে হাতেনাতে আটক করে।

ময়েন উদ্দীন, তার ছেলে দেলোয়ার হোসেন ও বাবুল আক্তার তাদের নামের আগে ডাক্তার লিখলেও তাদের কোন প্রকার ডাক্তারী সার্টিফিকেট বা সনদপত্র না থাকায় ভ্রাম্যমান আদালত ময়েন উদ্দীনকে ১বছর ৯মাস কারাদন্ডসহ ৩০হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩মাসের সশ্রম কারাদন্ড এবং তার ছেলে দেলোয়ার হোসেন ও বাবুল আক্তারের ১বছর ৯মাস কারাদন্ডসহ ১০হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ১মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, পত্নীতলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহম্মেদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ রাজিকুল ইসলাম রাজীব, ডাঃ দেবাশীষ, পত্নীতলা থানার এসআই আসাদ প্রমুখ।

উল্লেখ্য উক্ত ভূয়া ডাক্তার ময়েন উদ্দীন এর আগেও লিঙ্গ পরিবর্তন করে হিজড়া করাসহ নানা অপরাধে বেশ কয়েকবার আটক হয়ে জেল খেটেছে।

(বিএম/এএস/এপ্রিল ০৫, ২০১৬)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test