E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বুধবার বাঁশখালীতে হরতাল

২০১৬ এপ্রিল ০৫ ১৯:০০:১৬
বুধবার বাঁশখালীতে হরতাল

চট্টগ্রাম প্রতিনিধি : বুধবার বাঁশখালীতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বাঁশখালী ছাত্র ঐক্য ফোরাম। বাঁশখালীর গন্ডামারায় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিরুদ্ধে আন্দোলনরতদের উপর নির্বিচারে গুলি ও হতাহতের ঘটনার প্রতিবাদে বুধবার এ হরতাল আহ্বান করা হয়েছে।

মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ থেকে হরতালের ডাক দেন ফোরামের আহ্বায়ক শাহনেওয়াজ চৌধুরী।

শাহনেওয়াজ চৌধুরী বলেন, সভ্য সমাজে এ ধরনের জঘন্য ঘটনা মেনে নেওয়া যায় না।

তিনি বলেন, এস আলম গ্রুপের বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিরুদ্ধে আন্দোলনরত গ্রামবাসীর ওপর গুলি চালিয়ে চারজনকে হত্যা করা হয়েছে। এ অবস্থায় ছাত্রসমাজ বসে থাকতে পারে না। তাই আমরা বুধবার বাঁশখালীতে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছি।

মানববন্ধনে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাঁশখালী ছাত্র ঐক্য ফোরাম, বাঁশখালী স্বপ্নতরী সংঘ, গণসংহতি সমিতি চট্টগ্রামসহ বেশ কিছু সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টির নেতা শাহ আলম, মৃণাল চৌধুরী, গণমুক্তি ইউনিয়নের নাসির উদ্দিন আহমদ, বাসদের মহিনউদ্দিন, রাজা মিয়া, মাওলানা ভাসানী ফাউন্ডেশনের সিদ্দিকুল ইসলাম, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী হাসান মারুফ রুমি, চৌধুরী জসিম উদ্দিন প্রমুখ।

(ওএস/এএস/এপ্রিল ০৫, ২০১৬)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test