E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সিলেটে ভয়াবহ জলাবদ্ধতা, সীমাহীন ভোগান্তি

২০১৬ এপ্রিল ০৫ ২০:২৭:২১
সিলেটে ভয়াবহ জলাবদ্ধতা, সীমাহীন ভোগান্তি

সিলেট প্রতিনিধি :মঙ্গলবার সকাল থেকেই সিলেটে থেমে থেমে বৃষ্টি হওয়ায় পুরো নগরী জুড়ে শুরু হয়েছে জলাবদ্ধতা। অথচ, জলাবদ্ধতা নিরসনে নগর কর্তৃপক্ষ এবার আগেভাগেই কাজে নেমেছিল। বৃষ্টির পানি যাতে দ্রুত নেমে যায় সে লক্ষ্যে পরিস্কার করা হয় নগরীর ছড়া ও নর্দমাগুলো। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বর্ষার প্রারম্ভেই বৃষ্টিতে নগরীজুড়ে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে সীমাহীন ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

খোঁজ নিয়ে জানা যায়, নগরীর জিন্দাবাজার, আম্বরখানা, ছড়ারপার, উপশহর, সোনাপাড়া, যতরপুর, রায়নগর, শিবগঞ্জ, সেনপাড়া, বালুচর, দেবপাড়া, সাদিপুর, গোপালটিলা, মাছিমপুর, তালতলা, দাড়িয়াপাড়া, লামাবাজার, ভাতালিয়া, বিলপাড় প্রভৃতি এলাকায় বৃষ্টির পানিতে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এসব এলাকার সড়ক-নর্দমায় পানি জমে উপচে পড়া পানি গিয়ে ঢুকেছে মানুষের বাসা-বাড়ি, দোকানপাটে। এতে সীমাহীন দুর্ভোগ আর ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে।

এদিকে নগরীর অনেক এলাকায় জলাবদ্ধতার ফলে চালের দোকান, মুদি দোকানে পানি ঢুকে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে।

এছাড়াও নগরীর সুবিদবাজার, বনকলাপাড়া, হাউজিং এস্টেট, জালালাবাদ, লোহারপাড়া, বাগবাড়ি, কুয়ারপার, চারাদিঘীরপাড়, রায়হোসেন, হাওয়াপাড়া, কলবাখানি, কুয়ারপাড়, কাজলশাহ, পাঠানটুলা, খোজারখলা, ভার্থখলা, মেনিখলা, বারখলা, পাঠানপাড়াসহ নগরীর অন্তত ৫০টি এলাকায় পানি জমে থাকতে দেখা গেছে।

(ইউডি/এস/এপ্রিল০৫,২০১৬)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test