E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই স্কুল ছাত্রসহ নিহত ৪

২০১৬ এপ্রিল ০৬ ১৪:১১:৩১
সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই স্কুল ছাত্রসহ নিহত ৪

সিরাজগঞ্জ প্রতিনধি : সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনা দুই স্কুল ছাত্রসহ চার জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৬ জন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ-নলকা সড়কের চন্ডিদাসগাতী নামক স্থানে হাইলাক্স ইট ভাটার একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চারজন স্কুল ছাত্রকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলে চন্ডিদাসগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র রাব্বি ও বায়েজিদ নিহত হয়। আহত হয় অপর দুই ছাত্র। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত রাব্বী বহুতী গ্রামের মোজাম্মেল হোসেন ও বায়েজিদ আব্দুল লতিফের পুত্র।
অপরদিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাক চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৪ জন।

বুধবার সকাল সাড়ে ৬টায় উত্তরাঞ্চল থেকে পাথর বোঝাই একটি ট্রাক ঢাকায় যাচ্ছিল। ট্রাকটি কামারখন্দের সীমান্ত বাজার এলাকায় পৌছলে ঢাকা থেকে ছেড়ে আসা সিমেন্ট বোঝাই অপর একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলেই দুই ট্রাক চালক নিহত ও অন্তত ৪ জন আহত হয়। নিহতরা হলেন নওগাঁ জেলার মহাদেবপুর এলাকার ট্রাক চালক মোঃ হাসান (৩৫) ও চাপাই নবাবগঞ্জ জেলার ট্রাক চালক নুর ইসলাম (৪০)।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেডের সদস্যরা ঘটনাস্থলে পৌছে নিহত ও আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক দিয়ে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ ছিল।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুর ইসলাম ও সদর থানার অফিসার ইনচার্জ হাবিবুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

(এসএস/এএস/এপ্রিল ০৬, ২০১৬)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test