E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরাজগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধী মানিককে গাভী প্রদান

২০১৬ এপ্রিল ০৭ ১৪:২০:১৯
সিরাজগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধী মানিককে গাভী প্রদান

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের দৃষ্টি প্রতিবন্ধী মানিকের পরিবারকে এনাম-আনার জনকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি দুগ্ধবতী গাভী প্রদান করা হয়েছে। মানিকের পরিবারের হাতে গাভীটি তুলে দেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেন।

বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরাম আয়োজিত গাভী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শামিম আলম, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও সিরাজগঞ্জ পৌরসভার ১নং প্যানেল মেয়র হেলাল উদ্দিন, সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও এটিএন বাংলা ও এটিএন নিউজের সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসান, ফোরামের যুগ্ম সম্পাদক ও আরটিভির স্টাফ রিপোর্টার সুকান্ত সেন, এনাম-আনাম ফাউন্ডেশনের পক্ষে মামুন হুসাইন, এসএ টিভির জেলা প্রতিনিধি রহমত আলী, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান উজ্জ্বল, দৈনিক জনতার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম, দৈনিক বনিক বার্তার জেলা প্রতিনিধি অশোক ব্যাণার্জীসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার জেলা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সিরাজগঞ্জ পৌরসভার ব্যাপারীপাড়া মহল্লার দৃষ্টি প্রতিবন্ধি মানিক ভিক্ষাবৃত্তি না করে সিরাজগঞ্জ কোর্ট চত্বরে গান গেয়ে রোজগার করে স্ত্রী ও ৩ সন্তানের সংসার চালায়। এরকম একটি প্রতিবেদন জনপ্রিয় বেসরকারি টেলিভিশন এটিএন বাংলায় প্রচারিত হলে এনাম-আনার জনকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কানাডা প্রবাসী প্রকৌশলী আকরামুল ইসলাম খানের দৃষ্টিগোচর হয়। পরে তিনি তার ফাউন্ডেশনের পক্ষ থেকে গাভীটি প্রদান করেন।

(এসএস/এএস/এপ্রিল ০৭, ২০১৬)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test