E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বড়লেখায় গৃহবধূ শরীফার হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

২০১৬ এপ্রিল ০৭ ১৫:৫৭:৪১
বড়লেখায় গৃহবধূ শরীফার হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : গৃহবধূ শরীফা বেগমের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার মৌলভীবাজারের বড়লেখায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। দুপুর ১২টার দিকে সচেতন নাগরিক সমাজ বড়লেখার আয়োজনে শহরের শহীদ মিনার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পৌর কাউন্সিলর আব্দুল মালিক জুনুর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম হাছনা, সাবেক কাউন্সিলর নুর উদ্দিন, কাউন্সিলর রেজাউল করিম রেজা, রাহেন পারভেজ রিপন, পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম, বিএনপি নেতা সাইফুল ইসলাম খোকন, ছাত্রদল নেতা সাইফুল আলম খোকন, সমাজকর্মী জায়েদ আহমদ, যুবশক্তি সমাজকল্যাণ পরিষদের সভাপতি তাহমিদ ইশাদ রিপন, সাধারণ সম্পাদক জামিল আহমদ, নিহত গৃহবধূর চাচা হেলাল আহমদ, ছাত্রনেতা আব্দুল মান্নান, পারভেজ আহমদ, আ: ছালাম, জাকির হোসেন, জাহেদুল ইসলাম, বাকের আহমদ, বিপ্লব দাস, মান্না আমির প্রমুখ।

উল্লেখ্য, গত ২০ মার্চ মহদিকোনাস্থ শ্বশুর বাড়িতে খুন হন গৃহবধূ শরীফা বেগম। এ ঘটনায় শরীফার বাবা আব্দুল মালিক বাদী হয়ে নিহতের শ্বাশুড়িসহ ৪জনের নামে থানায় হত্যা মামলা করেন। মামলা নং-০৯, তারিখ-২১/০৩/২০১৬ইং।

(এলএস/এএস/এপ্রিল ০৭, ২০১৬)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test