E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরার শালিখায় প্রার্থীদের মনোনয়ন দাখিল

২০১৬ এপ্রিল ০৮ ১৬:২২:০৮
মাগুরার শালিখায় প্রার্থীদের মনোনয়ন দাখিল

মাগুরা প্রতিনিধি : আগামী ৭মে অনুষ্ঠিতব্য চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাগুরার শালিখা উপজেলার ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৪৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬৭ জন ও সাধারণ সদস্য পদে ২৭৮ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

৭টি ইউনিয়নেই স্বতন্ত্রের নামে আওয়ামী লীগ ও বিএনপি থেকে বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি হওয়ায় এ বড় দল দু’টির ত্যাগী নেতা-কর্মীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। গত বৃহস্পতিবার ৩ জন সহকারী রিটার্নিং অফিসার যথাক্রমে উপজেলা নির্বাচন অফিসার, কৃষি অফিসার ও প্রাথমিক শিক্ষা অফিসার প্রার্থীদের মনোনয়ন পত্র গ্রহন করেন।

নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিলকৃতরা হলেন- ধনেশ্বরগাতী ইউনিয়নে আ’লীগ থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন বিমলেন্দু শিকদার ও বিএনপি’র মোঃ ইসাহাক মল্লিক। এছাড়া আ’লীগের ভক্ত মন্ডল স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। তালখড়ি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান (বিএনপি) ও মোঃ সিরাজ উদ্দিন মন্ডল (আ’লীগ) থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন।

এ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থীরা হলেন এ্যাড: শামছুর রহমান,মোঃ আলী হোসেন, মোঃ আ: মোতালেব শিকদার, মোঃ আমিনুর রহমান ও মোঃ মনিরুল ইসলাম। এছাড়া ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মোঃ মহব্বত আলী। আড়পাড়া ইউনিয়নে আ’লীগ থেকে মনোনয়ন দাখিল করেছেন উপজেলা আ’লীগের সভাপতি মুন্সী ইসরাইল হোসেন, বিএনপি থেকে মুন্সী নয়োনুজ্জামান নয়ন।এ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থীরা হলেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আরজ আলী বিশ্বাস(আ’লীগ), প্রভাষক ইলিয়াচুর রহমান(স্বতন্ত্র-আ’লীগ), মুন্সী মিজানুর রহমান(স্বতন্ত্র-আ’লীগ), মোঃ চঞ্চল মাহমুদ(স্বতন্ত্র-আ’লীগ),মোঃ কামরুল বিশ্বাস(স্বতন্ত্র-বিএনপি), মোঃ কেনায়েত হোসেন(স্বতন্ত্র-বিএনপি)।

এছাড়া ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আ: মান্নান মিয়া মনোনয়নপত্র দাখিল করেছেন। শতখালী ইউনিয়নে আ’লীগ থেকে মনোনয়ন করেছেন মোঃ আনোয়ার হোসেন ঝন্টু এবং বিএনপি থেকে মোঃ মনিরুজ্জামান মনা। এ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থীরা হলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, মোঃ আইয়ুব আলী, মোঃ মোক্তার হোসেন ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মীর লিয়াকত আলী। শালিখা ইউনিয়নে আ’লীগ থেকে মনোনয়ন দাখিল করেছেন মোঃ আমজাদ আলী মোল্যা, বিএনপি থেকে মোঃ আল্ মামুন এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন থেকে মোঃ ওসমান গনি।

এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা হলেন বিএনপির বর্তমান চেয়ারম্যান মোঃ রেজাউল আলম শিকদার, আ’লীগের মোঃ আলতাফ হোসেন, মোঃ আখতারুজ্জামান শিকদার ও মোঃ জুলফিক্কার আলী। বুনাগাতী ইউনিয়নে আ’লীগ থেকে মনোনয়ন দাখিল করেছেন বর্তমান চেয়ারম্যান মোঃ বখতিয়ার লস্কর, বিএনপি থেকে মোঃ কাইজার হোসেন ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন থেকে মোঃ ওলিয়ার রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন।

এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা হলেন মোঃ রাশেদুজ্জামান রাশেদ ও প্রদীপ কুমার বিশ্বাস। গঙ্গারামপুর ইউনিয়নে আ’লীগ থেকে মনোনয়ন পেয়েছেন মোঃ আ: হালিম মোল্যা ও বিএনপি থেকে বর্তমান চেয়ারম্যান খন্দকার আমিনুর রহমান। এছাড়া এ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থীরা হলেন মোঃ ফিরোজ হোসেন(আ’লীগ) ও বিএনপি’র সৈয়দ রাশেদ আলী. আ: সেলিম রেজা ও মোঃ সাখাওয়াত হোসেন।

এছাড়াও ৭টি ইউনিয়নের ৬৭ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ও ২৭৮ জন সাধারণ সদস্য প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

(ডিসি/এএস/এপ্রিল ০৮, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test