E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যশোরের মানবাধিকার কর্মীকে হেনস্তার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ

২০১৬ এপ্রিল ১১ ১৪:১২:৩৬
যশোরের মানবাধিকার কর্মীকে হেনস্তার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ

নড়াইল প্রতিনিধি : যশোরের মানবাধিকার কর্মী ও সাংবাদিক নেতা বিনয় কৃষ্ণ মল্লিককে পুলিশ কর্তৃক হেনস্তার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

এ উপলক্ষ্যে সোমবার সকাল সাড়ে ১০টায় নড়াইল আদালত চত্ত্বরে সম্মিলিত মানবাধিকার কর্মী ও সাংবাদিক সমাজের ব্যানরে আধাঘন্টাব্যাপী মানববন্ধনে সর্বস্তরের সাংবাদিক, মানবাধিকার কর্মী, সমাজকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা এতে অংশ গ্রহন করেন। মানববন্ধন চলাকালে বিক্ষোভ কর্মসূচীতে অংশ নিয়ে বক্তব্য দেন জেলা জাসদের সাধারণ সম্পাদক সৈয়দ আরিফুল ইসলাম পান্তু, সাংবাদিক সাইফুল ইসলাম তুহিন, সাংবাদিক কার্তিক দাস, সাংবাদিক কাজী হাফিজুর রহমান।

বক্তারা বলেন, একজন আন্তর্জাতিক পর্যায়ের মানবাধিকার কর্মী বিনয় কৃষ্ণ মল্লিরে বিরুদ্ধে পুলিশের ঐধ্যত্বপূর্ন আচরন দেশের মানবাধিকার লঙ্ঘনের সামিল। পুলিশের এমন আচরণ দেশের আইনের শাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো ছাড়া আর কিছু নয়, পুলিশের এই বাড়াবাড়ি পুলিশকে জনগণ থেকে অনেক দূরে ঠেলে দিচ্ছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করছি।

উল্লেখ্য, সম্প্রতি যশোর শহরের গাড়িখানা রোডে পুলিশ ক্লাব তৈরি করার জন্য জায়গা দখল করে ৪০ টি ছিন্নমূল মানুেষর বসতি উচ্ছেদ করে পুলিশ। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের পক্ষে অবস্থান নিয়ে সাংবাদিক সস্মেলনসহ প্রতিবাদ করেন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক। এতে তার উপর ক্ষিপ্ত হন যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান। এর জের ধরে গত ৫ এপ্রিল যশোর পুলিশ সুপার কার্যালয়ে এবং কোতয়ালী থানার বোর্ডে বিনয় কৃষ্ণ মল্লিকের ছবি টানিয়ে তার নীচে আদম ব্যবসায়ী,অর্থ আত্মসাৎকারী সহ নানা ধরনের বাজে মন্তব্য লেখা হয়। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠে যশোর সহ দক্ষিন-পশ্চিমাঞ্চলের মানবাধিকার কর্মী,সাংবাদিক ও সমাজকর্মীরা।

(টিএআর/এএস/এপ্রিল ১১, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test