E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাটখিল মেয়রের ওপর সন্ত্রাসী হামলা

২০১৪ জুন ০৪ ১৭:৩৯:৩৯
চাটখিল মেয়রের ওপর সন্ত্রাসী হামলা

নোয়াখালী প্রতিনিধি : বুধবার চাটখিল পৌর মেয়র মোস্তফা কামালের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে চাটখিল-বদলকোর্ট সড়কে এ হামলা করা হয়। ঘটনায় জড়িত ইসমাইল (২০)নামে এক সন্ত্রাসীকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে স্থানীয় লোকজন।

আটক ইসমাইল চাটখিল পৌরসভার সোন্দলপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে।

পৌর মেয়র মোস্তফা কামাল ঘটনা নিশ্চিত করে জানান, সকালে একটি ওয়ার্ডের কিছু কার্যক্রম পরিদর্শন শেষে ফেরার পথে স্থানীয় লোকজন অভিযোগ দেয় ইসমাইল নামের এক সন্ত্রাসী এক রিকশা চালককে মারধর করেছে। এ ব্যাপারে ইসমাইলকে ডেকে জানতে চাইলে সে ক্ষিপ্ত হয়ে ওঠে।

এরপর ফেরার সময় পৌরসভার চাটখিল-বদলকোর্ট সড়কের চাটখিল বাজারের উত্তর পাশে আমার গাড়িতে পেছন থেকে আঘাত করে। এরপর গাড়ির সামনে দাঁড়িয়ে আমার বাড়িতে হামলা করার হুমকি দেয় সে।

পৌর মেয়র বলেন, ঘটনার কিছুক্ষণ পরে ইসমাইল তার দল-বল নিয়ে পৌরসভার ফতেপুরে অবস্থিত আমার বাড়ির সামনে জড়ো হতে থাকে। এসময় স্থানীয় লোকজন টের পেয়ে তাদের ধাওয়া করে এবং ইসমাইলকে অস্ত্র-গুলিসহ আটক করে পুলিশে সোপর্দ করে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার জানান, তিনটি বড় ছোরা ও দুটি কার্তুজসহ ইসমাইলকে আটক করা হয়েছে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ওএস/অ/জুন ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

২২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test