E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রচণ্ড গরমে মাদারীপুরে বাড়ছে ডায়রিয়া রোগির সংখ্যা

২০১৬ এপ্রিল ১১ ১৮:৪৩:৪২
প্রচণ্ড গরমে মাদারীপুরে বাড়ছে ডায়রিয়া রোগির সংখ্যা

মাদারীপুর প্রতিনিধি : প্রচণ্ড গরমে মাদারীপুর গত কয়েক দিনে ডায়রিয়া রোগির সংখ্যা বাড়লেও চাহিদা মোতাবেক চিকিৎসা সেবা না পেয়ে ভোগান্তিতে পড়েছে রোগিরা। হাসপাতালে পর্যাপ্ত ঔষধ থাকলেও দরিদ্র রোগিরা ঔষধ পাচ্ছে না বলে অভিযোগ রোগিদের।

সরেজমিনে সোমবার মাদারীপুর সদর হাসপাতালে গেলে দেখা যায়, বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা নিতে আসা অনেক রোগিই হাসপাতালের ফ্লোরে শুয়ে আছে। অধিকাংশ রোগিদের অভিযোগ হাসপাতাল থেকে খাবার স্যালাইন ছাড়া অন্য কোন ঔষধ দেয়া হয় না। এতে করে ভোগান্তিতে পড়েছে দরিদ্র রোগিরা।

নুরনবী (২৮) নামের এক রোগী ডায়রিয়া রোগে আক্রান্ত হলে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। রোগীর সেবনের সব ঔষধ ফার্মেসী থেকে কিনে চিকিৎসা সেবা নিচ্ছেন বলে সেই রোগী জানান।

তাজ উদ্দিন (৪০) ডায়রিয়া রোগী হয়ে দুই দিন আগে হাসপাতালে ভর্তি হন। তিনি বলেন, ‘হাসপাতাল থেকে একটি কলেরা স্যালাইন ছাড়া আর কিছু দেয়নি। হাসপাতাল থেকে শুধু স্যালাইন দেয়া হয়। বাকি সব ঔষধ বাইরে থেকে কিনে নিতে হয়।’

হাসপাতাল সূত্রে জানা গেছে, অন্য মাসের তুলনায় বর্তমানে ডায়রিয়া রোগে আক্রান্তের সংখ্যা দ্বিগুন। সোমবার সকালেই হাসপাতালে ২৪ রোগি ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এসব রোগীরা সরকারিভাবে সরবরাহকৃত ডায়রিয়া রোগের ঔষধ না পেয়ে জীবন বাচাঁর তাগিদে ফামের্সী থেকে ঔষধ কিনে রোগীরা সেবন করে যাচ্ছে।

এ ব্যাপারে মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শশাঙ্ক ঘোষ জানান, সরবরাহ সংকটের কারণে সব ঔষধ দেয়া সম্ভব হচ্ছেনা। মুল ঔষধ রোগিদের সরবারহ করা হয়।

তবে অধিকাংশ রোগিদের দাবি খাবার স্যালাইন ছাড়া অন্য কোন ঔষধ দেয় না হাসপাতাল থেকে। রোগিরা টাকা দিয়ে ঔষধ কিনে নিতে হয় বলে অভিযোগ করেন চিকিৎসা নিতে আসা ওসমান নামের এক শিশু রোগির স্বজন।

(এএসএ/এএস/এপ্রিল ১১, ২০১৬)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test