E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নন্দীগ্রামে ইউপি নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন বাছাই সম্পন্ন

২০১৬ এপ্রিল ১১ ১৯:০০:৩৩
নন্দীগ্রামে ইউপি নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন বাছাই সম্পন্ন

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে ইউপি নির্বাচনে উপজেলার ৫টি ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনের সদস্যদের মনোনয়ন বাছাইকাজ শেষ হয়েছে। ১০এপ্রিল ও ১১এপ্রিল দু’দিনব্যাপী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। সোমবার বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন বাছাইয়ের শেষ দিনে যাচাই-বাছাই সম্পন্নকালে কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়নি বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার আছিয়া খাতুন।

আগামী ৭ই মে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। উপজেলার ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৮জন, ৪৫টি ওয়ার্ডে সাধারন সদস্য পদে ১৭৮জন ও সংরক্ষিত সদস্য পদে ৭১জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন।

বুড়ইল ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত আশরাফ আলী, বিএনপি মনোনীত গোলাম রব্বানী, স্বতন্ত্রপ্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুল মালেক, রুহুল আমীন হিমেল, নুর মোহাম্মদ, আজাহারুল ইসলাম, আফজাল হোসেন, সদর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত সোহেল রানা সোহাগ, বিএনপি মনোনীত বর্তমান চেয়ারম্যান প্রভাষক আব্দুল বারী বারেক, স্বতন্ত্রপ্রার্থী রেজাউল করিম কামাল, ভাটরা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত মোরশেদুল বারী, বিএনপি মনোনীত বর্তমান চেয়ারম্যান তৌফিকুল ইসলাম রানা, স্বতন্ত্রপ্রার্থী তীর্থ সলিল রুদ্র, গোলাম সারওয়ার, জাকের পার্টি নেতা ইসাহাক আলী সরদার, থালতা-মাঝগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান আফছার আলী, বিএনপির মনোনীত প্রার্থী এ্যাড. ইলিয়াছ আলী, সতন্ত্র প্রার্থী হিসেবে ফেরদৌস আলী, আব্দুল মতিন ও আব্দুল মজিদ, ভাটগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত জুলফিকার আলী, বিএনপি মনোনীত বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব শামছুর রহমান, স্বতন্ত্রপ্রার্থী ইফতেখায়রুল আলম মিল্টন, আবুল কালাম আজাদ, গোলাম মোস্তফা, রফিকুল ইসলাম, আনোয়ারুল হক, আব্দুস সাত্তার।

নির্বাচন তফসিল অনুযায়ী দাখিলকৃত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৮এপ্রিল। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে ১৯এপ্রিল এবং ৭মে ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

(এমএনআই/এএস/এপ্রিল ১১, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test