E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাটকল শ্রমিকদের অবরোধ প্রত্যাহার

২০১৬ এপ্রিল ১৩ ১৭:৩৪:৩৭
পাটকল শ্রমিকদের অবরোধ প্রত্যাহার

খুলনা প্রতিনিধি : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত পাটকল শ্রমিকরা। বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে প্রতিমন্ত্রী ১৭ এপ্রিলের মধ্যে শ্রমিকদের ৪ সপ্তাহের বকেয়া ও ২৫ এপ্রিলের মধ্যে সব বকেয়া মজুরি পরিশোধের ঘোষণা দেন।

প্রতিমন্ত্রীর এ ঘোষণার পরপরই আন্দোলনরত শ্রমিকরা তাদের ধর্মঘট প্রত্যাহার করে নেন।

এরআগে ৪ এপ্রিল বকেয়া মজুরি, অবসরপ্রাপ্ত শ্রমিকদের গ্র্যাচুয়িটি, প্রভিডেন্ট ফান্ডের টাকা ও মিলে পাট ক্রয়সহ ৫ দফা দাবিতে খুলনা ও যশোর অঞ্চলের সরকারি ৭টি জুটমিলের শ্রমিকেরা আন্দোলনের ডাক দেন। রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের আহ্বানে ৭টি পাটকলের প্রায় অর্ধলক্ষ শ্রমিক আন্দোলনে সাড়া দিয়ে খুলনা ও যশোর অঞ্চলের সড়ক ও রেলপথ অবরোধ করে। প্রতিদিনই ভোর ৬টা থেকে দুপুর পর্যন্ত চলে তাদের আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচী।

১১ এপ্রিল একনেকের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল-মাল-আব্দুল মুহিতকে পাটকল শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের নির্দেশ দেন। বৈঠকে পাটকল শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ ও রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর জন্যে পাট ক্রয় ও বিদ্যমান সমস্যা নিরসনে ১ হাজার কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত হয়। এরমধ্যে পয়লা বৈশাখের আগেই শ্রমিকদের বকেয়া মজুরির ৩শ' কোটি টাকা পরিশোধ করা হবে বলে জানানো হয়।

তবে সরকারের ওই সিদ্ধান্তের পরও আন্দোলন চালিয়ে রাখার ঘোষণা দেন পাটকল শ্রমিকেরা। তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত তাদের পাওনা হাতে না আসে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন অব্যাহত রাখবেন।

বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম পাটকল শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের ঘোষণা দিলে আন্দোলনরত শ্রমিকরা তাদের ধর্মঘট প্রত্যাহার করে নেন।

(ওএস/এএস/এপ্রিল ১৩, ২০১৬)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test