E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মহম্মদপুরে পালিত হল নকল নবিসদের প্রথম কর্মসূচী

২০১৬ এপ্রিল ১৩ ১৮:০৪:০৯
মহম্মদপুরে পালিত হল নকল নবিসদের প্রথম কর্মসূচী

মাগুরা প্রতিনিধি : সারা দেশের ন্যায় মাগুরার মহম্মদপুরে এক্সট্রা মোহরার (নকল নবিস)দের স্কেলভুক্ত করা ও ১২ মাসের বকেয়া পারিশ্রমিক পরিশোধের দাবীতে বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিস) এসোসিয়েশন এর আয়োজনে ১৩ এপ্রিল প্রথম কর্মসূচীর দ্বিতীয় দিন কালো ব্যাজ ধারণ করেন নকল নবিশগন ।

এক্সট্রা মোহরারগণ জানান, আমরা আইন মন্ত্রণালয়ের অধীন নিবন্ধন পরিদপ্তরের নিয়ন্ত্রণাধীন এক্সট্রা মোহরার (নকল নবিস)। বাংলাদেশের ৬৪টি প্রশাসনিক জেলার মধ্যে ৩টি পার্বত্য জেলা ব্যাতীত ৬১টি জেলায় ৪৯৫টি সাব-রেজিস্ট্রী অফিসে কর্মরত ১৫ হাজার নকল নবিসের মধ্যে প্রায় অর্ধেক নারী। নারী এক্সট্রা মোহরারদের বিনা পারিশ্রমিকে মাতৃকালীন ছুটি ভোগ করতে হয়। এক্সট্রা মোহরারদের চাকুরী পে-স্কেলভুক্ত না হওয়ায় সরকারি ছুটি ও অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। রোগ ব্যাধি বা মৃত্যুবরণ করলে পরিবার পরিজন নিয়ে করুন পরিণতির শিকার হন। এক্সট্রা মোহরারগণ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষা সহায়ক ভাতা এ ৩টি মৌলিক অধিকারসহ যাতায়াত ভাতা, টিফিন ভাতা, মহার্ঘভাতা এবং সরকারী যাবতীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তারা আরও জানান, রেজিস্ট্রেশন আইনের মূল উদ্দেশ্য মোহরার (স্থায়ী নকল নবিস) দ্বারা রেজিস্ট্রিকৃত দলিলের নকল কাজ সম্পন্ন করা। অবিনাসযোগ্য স্থায়ী রেকর্ড সৃষ্টির মত অতীব গুরুত্বপূর্ণ কাজটি নকল নবিসদের মত অস্থায়ী কর্মচারী দ্বারা সম্পন্ন করা রেজিস্ট্রেশন আইনের মূল উদ্দেশ্যের পরিপন্থি।

নকল নবিসগণ তাদের দাবি আদায়ে বিভিন্ন কর্মসূচী পালন করবেন বলে জানান। তারা- ১২ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত কালো ব্যাজ ধারণ করবেন, ১৭ এপ্রিল ১২ঘটিকা থেকে ১ঘটিাক পর্যন্ত জেলা সদর অফিসে মানবন্ধন, ১৮ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত অর্ধদিবস কলম বিরতি, ২৪ এপ্রিল থেকে ২৮এপ্রিল পর্যন্ত পূর্ণদিবস কলমবিরতী এবং ২ মে ঢাকায় মহাসমাবেশ করবেন।

(ডিসি/এএস/এপ্রিল ১৩, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test