E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালকিনিতে ছাত্র-ছাত্রীদের রাস্তায় দাঁড় করিয়ে পৌর মেয়রকে লাল গালিচায় সংবর্ধনা

২০১৬ এপ্রিল ১৩ ১৮:৪৬:০১
কালকিনিতে ছাত্র-ছাত্রীদের রাস্তায় দাঁড় করিয়ে পৌর মেয়রকে লাল গালিচায় সংবর্ধনা

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর জেলার কালকিনি উপজেলার কালকিনি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজিত পৌর মেয়রকে লাল গালিচায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত স্কুলের কোমল মতি সহস্রাধিক শিশুদের প্রায় ১ কিলোমিটার এলাকা জুড়ে রৌদ্রের মাঝে দেড়ঘন্টা দাড় করিয়ে এ সংবর্ধণা দেয়া হয়েছে। স্কুল বন্ধ থাকলেও ছাত্র-ছাত্রীদের দিয়ে রৌদ্রের মাঝে দাড় করিয়ে রাখার ঘটনায় অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সরেজমিন ও স্কুল সূত্রে জানা যায়, পৌরসভার মেয়র মো. এনায়েত হোসেন কালকিনি পৌরসভায় প্রথমবার বিদ্রোহী ও দ্বিতীয় বার আওয়ামীলীগের নৌকা প্রতিকে নির্বাচিত হওয়ায় কালকিনি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. তৌফিকুজ্জামান শাহিন ও স্কুল শিক্ষকবৃন্দ মিলে মেয়রকে সংবর্ধণা দেন।

নাম না প্রকাশের শর্তে কয়েকজন এলাকাবাসী ও অভিভাবক জানান, কোমল-মতি ছাত্র-ছাত্রীদের রৌদ্রের মধ্যে রাস্তায় দাড় করিয়ে সংবর্ধণা কিংবা কাউকে স্বাগতম জানানো নিষেধ থাকলেও তাদের দেড়ঘন্টা রৌদ্রের মধ্যে দাড় করিয়ে লাল গালিচার মাধ্যমে পৌর মেয়রকে সংবর্ধণা ও সংস্কৃতিক অনুষ্ঠান পালন করা হয়।

স্কুল বন্ধের দিন ছাত্র-ছাত্রীদের রাস্তায় দাড় করিয়ে এমন সংবর্ধণা দেয়ায় ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা আরো ক্ষোভ প্রকাশ করে বলেন, ছেলে মেয়েদের স্কুলে পাঠাই পড়া-লেখা শেখার জন্য। অথচ তাদের স্কুল বন্ধ থাকা সত্ত্বেও রৌদ্রের মধ্যে দাড় করিয়ে স্কুল কমিটি ও শিক্ষকদের স্বার্থ রক্ষা করেছে।

সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কালকিনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দকী।

বিশেষ অতিথি ছিলেন এ্যাডভোকেট আবুল বাশার, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্দু বালা।
এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম বলেন, আমরা প্রতিনিয়ত বিশেষ ব্যক্তিদের এমন সংবর্ধণা দিয়ে থাকি। আর ছাত্র-ছাত্রীদের রাস্তায় দাড় করানো হয় নাই।

স্কুলের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহিনের ব্যবহৃত মোবাইলে ফোন দিয়ে পাওয়া যায়নি।

(এএসএ/এএস/এপ্রিল ১৩, ২০১৬)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test