E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুরে ইউপি নির্বাচন পরবর্তী সংঘাত, গুলিবিদ্ধ ৫, আটক ১০

২০১৬ এপ্রিল ১৫ ১৫:৪১:৪৫
মাদারীপুরে ইউপি নির্বাচন পরবর্তী সংঘাত, গুলিবিদ্ধ ৫, আটক ১০

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের মস্তফাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সংঘাতে শুক্রবার দফায় দফায় আওয়ামীলীগের দুই পক্ষের সমর্থকদের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। এ সময় প্রায় ৩০টি বাড়ি ঘর ভাংচুর ও অর্ধশত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় পুলিশ ১০ জনকে আটক করেছে।

পুলিশ, আহত, স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৩১ মার্চ দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের আওয়ামীলীগের দলীয় প্রার্থী কুদ্দুস মল্লিক নির্বাচিত হন। এরপর থেকেই আওয়ামীলীগের বিদ্রোহী পরাজিত প্রার্থী সোহরাব হোসেন খান ও নির্বাচিত চেয়ারম্যান কুদ্দুস মল্লিকের সর্মথকদের মধ্যে উত্তেজনা ছিলো।

সেই উত্তেজনার জের ধরে শুক্রবার সকালে মস্তফাপুরের মসজিদগুলোতে সোহরাব খানের সমর্থকরা ও মস্তফাপুরের খাগছাড়া গ্রামের মসজিদগুলোতে চেয়ারম্যান কুদ্দুস মল্লিকের সমর্থকরা উভয় সংর্ঘষের আশংকা বলে মাইকে ঘোষণা দেন।

পরবর্তীতে দফায় দফায় সংর্ঘষ হয়। মস্তফাপুরের আমবাড়ি, জয়াইরসহ বিভিন্ন গ্রামে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং সংর্ঘষের ঘটনা ঘটে।

এতে উভয় গ্রুপের ৫ জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। সংর্ঘষের সময় ৩০ বাড়ি ঘর ভাংচুর ও অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মাদারীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবু সফর বলেন, ‘বাদল মীর (৩০), শাহ আলম (২৮), আরিফ হাওলাদার (৩০), শওকত হাওলাদার (৩২) এবং সাইফুল ইসলাম (৩১) গুলিবিদ্ধ হলে তাদের ফরিদপুর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

উভয় গ্রুপের অন্য আহতরা হলেন ইদ্রিস, মনির মাতুব্বর, আলমগীর হাওলাদার, বাবু তালুকদার, লুৎফর কাজী, সাইফ আলী বেপারী, সাইফুল ইসলাম প্রমুখ।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় পুলিশ ১০ জনকে আটক করেছে।
মাদারীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পরিস্থিতি সম্পূর্ণ পুলিশের নিয়ন্ত্রণে আছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

(এএসএ/এএস/এপ্রিল ১৫, ২০১৬)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test