E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শরীয়তপুরে নৌকার সমর্থকদের উপর বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের হামলা, আহত ১০

২০১৬ এপ্রিল ১৫ ১৮:৫৩:০৯
শরীয়তপুরে নৌকার সমর্থকদের উপর বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের হামলা, আহত ১০

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর সদর উপজেলার চিকন্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার সমর্থদের উপর হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাংচুর করেছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা। হামলাকারীরা প্রতিপক্ষের র প্রায় ১২টি বসত ঘর ভাংচুর ও লুটপাট করেন। এ সময় নৌকার সমর্থকরা এগিয় এলে তাদের কুপিয়ে ও পিটিয়ে ১০ জনকে আহত করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সরেজমিন পরিদর্শণ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার চিকন্দী ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এ্যাড. মান্নান তালুকদারের সমর্থনে শুক্রবার সন্ধ্যায় পশ্চিম বগাদী গ্রামে উঠান হওয়ার খবর পেয়ে বেলা ৩টায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক এনামুল মুন্সীর ঘোড়ার সমর্থক হাফিজ খা ও তার লোকজন নৌকার সমর্থক দলু মাদবর ও তার লোকজনদের উঠান বৈঠক করার জন্য নিষেধ করেন। তাদের কথা না শুনে এলাকায় নৌকার সমর্থনে উঠান বৈঠকের আয়োজন করলে বিদ্রোহী প্রার্থী এনামুল হক মুন্সীর সমর্থক হাফিজ খা ও তার লোকজন নৌকার সমর্থক দলু মাদবর ও তাদের লোকজনের উপর হামলা করে।

এ সময় হামলাকারীরা দলু মাদবর, রশিদ মাদবর, জলিল মাদবর, শওকত খান, শাজাহান মাদবর, সুলতান খানসহ তাদের সমর্থকদের ১০টি বাড়িতে হামলা করে তাদের ১২টি বসতঘর ভাংচুর ও লুটপাট করেন। এ সময় হামলাকারিদেও হাতে নৌকার সমর্থক আরিফ হোসেন, জলিল মাদবর, দলু মাদবর, রশিদ মাদবর, গণি মাদবর, সোনাবান বিবিকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন। এদের মধ্যে আরিফ ও জলিল মাদবরকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আওয়ামী লীগের প্রার্থী এ্যাড. মান্নান তালুকদার বলেন, নৌকার সমর্থনে শুক্রবার সন্ধ্যায় বগাদী গ্রামে উঠান বৈঠক হওয়ার কথা ছিল। এ খবর পেয়ে বিদ্রোহী প্রার্থী এনামুল হক মুন্সীর সমর্থকরা আমার সমর্থকদের উপর হামলা ও তাদের বাড়ি-ঘর ভাংচুর করে। আমি এর তীব্র নিন্দা জানাই এবং এর সাথে জরিতদের শাস্তি দাবি করছি।

এ বিষয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এনামুল হক মুন্সীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠো ফোন বন্ধ পাওয়া যায়।

পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খলিলুর রহমান বলেন, আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকদের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি শান্ত রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে।

(কেএনআই/এএস/এপ্রিল ১৫, ২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test