E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চন্দ্রপুরে স্বতন্ত্র প্রার্থীর উপর জনতার হামলা, আহত ৫

২০১৬ এপ্রিল ১৬ ১৬:৩৪:১৫
চন্দ্রপুরে স্বতন্ত্র প্রার্থীর উপর জনতার হামলা, আহত ৫

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর ইউনিয়নে টাকা বিতরণের অভিযোগ এনে স্বতন্ত্র প্রার্থী ও তার সমর্থকদের উপর হামলা চালিয়েছে সাধারণ ভোটাররা।

শনিবার বেলা ১১ টার সময় চন্দ্রপুর ইউনিয়নের দড়িকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। এতে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর শিকদার, সাবেক চেয়ারম্যান হালিম মোল্যা সহ ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সুত্রে জানা যায়, স্বতন্ত্র প্রার্থী ও চন্দ্রপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর শিকদার ও তার সমর্থক সাবেক চেয়ারম্যান হালিম মোল্যাসহ তাদের কর্মীরা মটরসাইকেল ও অটোরিক্সা যোগে কীর্তিনগর, রণখোলা ও দড়িকান্দী গ্রামে ভোট চাইতে গিয়ে ভোটারদের মাঝে টাকার বিনিময়ে ভোট কেনা শুরু করে।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে নৌকা প্রতীকের সমর্থক ও স্থানীয় জনতা তাদের বাধা দেয়ার চেষ্টা করে। এ সময় ওই প্রার্থী বিভিন্ন কৌশল অবলম্বন করে সিগারেটের প্যাকেটের ভিতরে ১ হাজার ও ৫শ টাকার নোট গুজে দেয়। বিষয়টি স্থানীয়রা হাতে-নাতে ধরে তাদের উপর হামলা করে। এতে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর শিকদার, হালিম মোল্যা, কাজী মিল্লাত ও দুলাল মৃধা সহ ৫ জন আহত হয় এবং তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল ভাংচুর করে। এ খবর উভয় প্রার্থীর সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়লে তাৎক্ষনিক ভাবে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। পরে চন্দ্রপুর ফাঁড়ি ও পালং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর শিকদার বলেন, আমি ও আমার সমর্থকরা দড়িকান্দি গ্রামে ভোট চাইতে গেলে নৌকা প্রতীকের প্রার্থী ফারুক মোল্যার সমর্থকরা আমাদের উপর হামলা করে আমাদের মারপিট করে এবং দুটি মোটরসাইকেল ভাংচুর করে। এমন চলতে থাকলে সুষ্ঠু নির্বাচন নিয়ে আমি সংশয় প্রকাশ করছি।

আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ ওমর ফারুক মোল্যা বলেন, জাহাঙ্গীর শিকদারও আওয়ামীলীগ থেকে মনোনয়ন চেয়েছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী জেলা ও তৃণমূল আওয়ামী লীগের সুপারিশে আমাকে মনোনয়ন দিয়েছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে জাহাঙ্গীর শিকদার বিদ্রোহী প্রার্থী হিসেবে স্বতন্ত্র নির্বাচন করছে। তার পরাজয় নিশ্চিত জেনে তিনি সাধারণ দরিদ্র ভোটারদের অর্থের বিনিময়ে তাদের ভোট কেনার চেষ্টা করছে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় জনগণ তাদের হাতে-নাতে ধরে প্রতিহত করেছে।

শরীয়তপুরের সহকারী পুলিশ সুপার তানভীর হায়দার বলেন, সদর উপজেলার চন্দ্রপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণার সময় একজন প্রার্থী ও তার সমর্থকদের উপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়। তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা উভয় পক্ষের বক্তব্য শুনেছি। কেউ থানায় অভিযোগ দায়ের করলে সে মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবো।

(কেএনআই/এএস/এপ্রিল ১৬, ২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test