E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নন্দীগ্রামে চাঁদা না দেয়ায় সম্পত্তি দখলের অভিযোগ

২০১৬ এপ্রিল ১৬ ১৭:১৩:৩৪
নন্দীগ্রামে চাঁদা না দেয়ায় সম্পত্তি দখলের অভিযোগ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে দাবিকৃত ৪লাখ টাকা চাঁদা না দেয়ায় ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক জবর-দখলের অভিযোগ এনে ও প্রশাসনের হস্তক্ষেপে সন্ত্রাসীদের কবল থেকে বেদখল সম্পত্তি উদ্ধারের দাবি জানিয়ে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রামের ইউনুছ আলী শনিবার বেলা ১১টায় উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।

প্রেসক্লাব ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি বলেন, কাথম গ্রামের নুর আমীন, রমজান আলী, সিদ্দিকসহ কয়েকজন সন্ত্রাসী কিছুদিন ধরে আমার কাছে ৪লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।

আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে প্রতিপক্ষরা আমার ক্রয়কৃত কাথম মৌজার (সাবেক ৯১৫ এর ফাইনাল ২৭৯৮দাগের সম্পত্তি জোরপূর্বক দখল করে। জোরপূর্বক আমার ক্রয়কৃত সম্পত্তির উপর ঘর নির্মাণ ও মাটি কাটার কাজ করছে। বাঁধা দিতে গেলে আমাকে খুন যখমের হুমকি দেয় এবং বলেছে, দাবিকৃত ৪লাখ টাকা না দিলে তোর সম্পত্তি কোনোদিনও পাবিনা।

প্রতিপক্ষরা আমাকে হত্যার হুমকিসহ অকথ্য ভাষায় গালিগালাজ করে তারিয়ে দিয়েছে। প্রাণ ভয়ে নিরুপায় হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের নিকট আমার বেদখল সম্পত্তি সন্ত্রাসীদের কবল থেকে উদ্ধার করাসহ তাদের দৃষ্টান্তমূলক শাস্তির জোরদাবি করছি।

(এমএনআই/এএস/এপ্রিল ১৬, ২০১৬)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test