E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

নন্দীগ্রামে সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ৭

২০১৬ এপ্রিল ১৬ ১৭:২০:৫৪
নন্দীগ্রামে সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ৭

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে ইউনিয়ন পরিষদ নির্বাচনে গনসংযোগ করাকে কেন্দ্র করে দ্বন্দ্বে উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, মোটরসাইকেল ভাংচুর ও ৫নং ভাটগ্রাম ইউনিয়নে এক চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের মারপিটের ঘটনা ঘটেছে।

মারপিটে অন্তত ৭জন আহত হয়েছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও বগুড়া র‌্যাব-১২ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এঘটনায় থানায় মামলা ও লিখিত অভিযোগ করা হয়েছে।

মামলার বিবরণে, পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, আসন্ন ইউপি নির্বাচনে উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তীর্থ সলিল রুদ্র ও আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোরশেদুল বারীর কর্মী সমর্থকদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি কথাকাটাকাটির ঘটনা ঘটে। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তীর্থ সলিল রুদ্র’র কর্মী সমর্থকেরা গনসংযোগকালে পন্ডিত পুকুর বাজারে খেলার মাঠে এসে অবস্থান করছিল। এসময় আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও ভাটরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোরশেদুল বারীর কর্মী-সমর্থকরা সেখানে গিয়ে স্বতন্ত্রপ্রার্থী তীর্থ সলিলের কর্মীদের উপর চড়াও হয়।

কথাকাটাকাটির একপর্যায়ে দু-পেক্ষের মধ্যে লাঠিসোটা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের অন্তত ৬জন আহত হয়। এ সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। পরে আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এই ঘটনার জেরধরে একই রাতে ভাটরা তেঘর ব্রীজের উপর আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোরশেদুল বারীর কর্মীদের মারপিট করাসহ কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তীর্থ সলিল রুদ্র’র সমর্থকেরা।

খবর পেয়ে থানা পুলিশ মোটরসাইকেলগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। এঘটনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রাথী তীর্থ সলিল রুদ্র’র কর্মী হাবিবুর রহমান বাদী হয়ে ১১জনের নাম উল্লেখসহ ১২/১৪জনকে অজ্ঞাতনামা আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছে। এরিপোর্ট লেখা পর্যন্ত আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোরশেদুল বারীর কর্মীদের উপর হামলার ঘটনায় শনিবার থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রাথী তীর্থ সলিল রুদ্র অভিযোগ করে বলেন, আমার কর্মীদের উপর আওয়ামীলীগ মনোনীত মোরশেদুল বারীর অতর্কিত হামলা করেছে। মারপিটে আমার ৪জন কর্মী আহত হয়েছে। এছাড়া আমাকে ও আমার কর্মীদের ভয়ভীতিসহ নির্বাচনী প্রচারনা কাজে বাঁধা সৃষ্টি করছে। আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোরশেদুল বারী এসব অভিযোগ অস্বিকার করে বলেন, স্বতন্ত্র প্রাথী তীর্থ সলিলের লোকজন আমার কর্মীদের মারপিট করে মোটরসাইকেল ভাংচুর করেছে।

এঘটনায় ৩৮জনের নাম উল্লখ ও অজ্ঞাত ২শ’জনকে আসামী করে থানায় মামলা দিয়েছি। এদিকে, গত শুক্রবার বিকালে ৫নং ভাটগ্রাম ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফার পক্ষে পুনাইল গ্রামে নির্বাচনী প্রচারনাকালে তার সমর্থকদের উপর হামলা করে প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের কর্মী-সমর্থকরা। মারপিটে গোলাম মোস্তফার কর্মী আইয়ুব আলী আহত হয়।

এঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা জানান, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের কর্মী-সমর্থকরা আমার কর্মীদের উপর বিভিন্ন অযুহাতে হামলা ও ভয়ভীতি দেখাচ্ছে। থানার ওসি হাসান শামীম ইকবাল মামলা ও অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন।

(এমএনআই/এএস/এপ্রিল ১৬, ২০১৬)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test