E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শরীয়তপুরে নকল নবিসদের মাবনবন্ধন

২০১৬ এপ্রিল ১৮ ১৪:৫৮:৫৯
শরীয়তপুরে নকল নবিসদের মাবনবন্ধন

শরীয়তপুর প্রতিনিধি : সরকারি রাজস্ব খাতে স্কেলভুক্ত করা ও বকেয়া ১২ মাসের পারিশ্রমিক পরিশোধের দাবিতে শরীয়তপুরে মানববন্ধন কর্মসুচি পালন করেছে বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকলনবিস) এসোসিয়েশন শরীয়তপুর জেলা শাখা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার বেলা সাড়ে ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা পরিষদ কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এসোসিয়েশনের জেলা কমিটি ও বিভিন্ন উপজেলার সাব রেজিষ্টার অফিসের ব্যানারে জেলায় কর্মরত ৮০ জন নকল নসিব মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন নকলনসিব এসোসিয়েশনের জেলা সভাপতি সামসুল ইসলাম কিশোর, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন মাঝি ও বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা শাখার সাধারণ সম্পাদক নুরুল হক মিয়া।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ১ বছর যাবত নকলনবিস কর্মচারীরা পারিশ্রমিক না পেয়ে মানবেতর জীবন যাপন করছে। এক্সট্রা মোহরারদের চাকুরী পে-স্কেলভুক্ত না হওয়ায় সরকারি ছুটি ও অন্যান্য সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত। নারী এক্সট্রা মোহরারদের বিনা পারিশ্রমিকে মাতৃত্বকালীন ছুটি ভোগ করতে হয়। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষা সহায়ক ভাতা সহ যাতায়াত ভাতা, টিফিন ভাতা, মহার্ঘভাতা এবং সরকারি যাবতীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। আমাদের দাবি মানা না হলে কঠোর কর্মসুচির মাধ্যমে সরকারকে দাবি মানতে বাধ্য করা হবে।

দাবি আদায়ের লক্ষ্যে গত ১২ এপ্রিল থেকে বিভিন্ন কর্মসুচি পালনের ঘোষণা দেয় বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকলনসিব) এসোসিয়েশন। কর্মসুচির মধ্যে রয়েছে গত ১২ ও ১৩ এপ্রিল কালো ব্যাজ ধারণ, ১৭ এপ্রিল দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত জেলা সদর অফিসে মানববন্ধন পালন, ১৮ থেকে ২১ এপ্রিল পর্যন্ত অর্ধদিবস কলম বিরতি ও ২৪ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত পূর্ণদিবস কলম বিরতি পালন ও আগামী ২মে ঢাকায় মহাসমাবেশে পরবর্তী কর্মসূচি ঘোষণা।

(কেএনআই/এএস/এপ্রিল ১৮, ২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test