E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বড়াল নদীতে পানি বৃদ্ধি, ডুবে গেছে ২ হাজার মেট্রিকটন সার

২০১৬ এপ্রিল ১৮ ১৬:৩৮:৫০
বড়াল নদীতে পানি বৃদ্ধি, ডুবে গেছে ২ হাজার মেট্রিকটন সার

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌ-বন্দরের বড়াল নদী তীরে স্তুপ করে রাখা বাফার ইউরিয়া সার পানিতে ডুবে যাওয়ায় ২ হাজার মেট্রিক টন সার গলে নষ্ট হয়ে গেছে। গত বুধবারের ভূমিকম্পের পর দু’দিন ধরে আকস্মিক ভাবে বড়াল নদীতে ৪ ফুট পানি বৃদ্ধি পাওয়ায় এ অবস্থা হয়েছে বলে বন্দর কর্তৃপক্ষ সুত্রে জানা গেছে।

এ ব্যাপারে বাঘাবাড়ি বাফার গুদামের ইনচার্জ আব্দুল লতিফ ও মিজানুর রহমান কোন তথ্য জানাতে অপারোগতা প্রকাশ করেছে। তবে বাঘাবাড়ি নৌ-বন্দরের লেবার এজেন্ট আবুল হোসেন ও হিসাব রক্ষক ফেরদৌস রহমান তারা জানান, গত বুধবার রাতে ভূমি কম্প হওয়ার পর থেকে আকস্মিক ভাবে বড়াল নদীতে পানি বৃদ্ধি শুরু হয়েছে।

প্রতিদিন দেড় থেকে ২ ফুট করে পানি বৃদ্ধির ফলে নদী তীরে স্তুপ করে রাখা বাফার ইউরিয়া সারের প্রায় ২ হাজার মেট্রিকটন সার পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। প্রাকৃতিক দূর্যোগের কারনে এ অবস্থা হয়েছে। ফলে এতে আমাদের কোন হাত নেই । আমরা দ্রুত গতিতে স্তুপকৃত সার রক্ষার স্বার্থে অন্যত্র সরিয়ে নিচ্ছি।

জানা গেছে, চলতি সেচ মৌসুমের ইরি-বোরো আবাদের জন্য উত্তরাঞ্চলের ১৬ জেলার ১৪ টি বাফার গুদামে আপদকালীন মজুদ গড়ে তুলতে চট্টগ্রাম থেকে নৌ পথে জাহাজযোগে এসব ইউরিয়া সার নিয়ে এসে বাঘাবাড়ি নৌ বন্দরের বড়াল নদী তীরে স্তুপ করে রাখা হয়েছিলো।

এখান থেকে ট্রাক যোগে ধীরে ধীরে উত্তরাঞ্চলের ১৪ টি বাফার গুদামে সরবরাহ করা হচ্ছিলো। আকস্মিক পানি বৃদ্ধির কারনে এই বিপুল সংখ্যক সার পানিতে ডুবে নষ্ট হওয়ায় বিসিআইসির ব্যাপক ক্ষতি হয়েছে।

(এআরপি/এএস/এপ্রিল ১৮, ২০১৬)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test