E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কিংবদন্তী ফুটবল খেলোয়াড় খবির হোসেনের ইন্তেকাল

২০১৬ এপ্রিল ১৮ ১৭:৪৮:৫৫
কিংবদন্তী ফুটবল খেলোয়াড় খবির হোসেনের ইন্তেকাল

মাগুরা প্রতিনিধি : মাগুরা তথা পূর্ব বাংলার এক সময়ের কিংবদন্তী ফুটবল খেলোয়াড়  খবির হোসেন (৭২) সোমবার ভোরে তার নিজ বাড়ি শহরের নিজনান্দুয়ালীতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি... রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

১৯৬২ সাল থেকে বিভিন্ন সময়ে তিনি পূর্ব পাকিস্তান প্রাদেশিক পুলিশের ফুটবল দলের হয়ে জাতীয় পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। এ সময় তিনি চীন, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে আন্তর্জাতিক ম্যাচে দুর্দান্ত খেলা দেখিয়ে সবার নজর কাড়েন। খবির আহমেদ কলকাতার ফুটবল লিগেও খেলেছেন। তিনি ঢাকার আজাদ ক্লাব ও খুলনা বিভাগীয় দলসহ দেশের বিভিন্ন ক্লাবের হয়ে অসামান্য কৃতিত্বের প্রদর্শন করেন। ১৯৫৯ সালে তাঁর নৈপুন্যে মাগুরা মডেল স্কুলের হয়ে শিরোপা জিতেছিল পূর্ব পাকিস্তান আন্তঃস্কুল ফুটবলে। সে সময় থেকেই তার ফুটবল নৈপূন্যের খ্যাতি ছড়িয়ে পড়ে।

খবির হোসেনের মৃত্যুতে বাংলাদেশ জাতীয় দলের সাবেক স্ট্রাইকার মাগুরার কৃতি সন্তান নাজমুল হাসান লোভন বলেন- কিংবদন্তী ফুটবলার খবির হোসেন ছিলেন এতদাঞ্চলের ফুটবলের একজন অনন্য কারিগর। বহু বড় বড় ম্যাচ তিনি একক নৈপুন্যে গোল করে নিজের দলের পক্ষে এনেছেন।

তার মৃত্যুতে মাগুরা-২ আসনের এমপি ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার , মাগুরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু, মাগুরা পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন।

আজ সোমবার মাগুরা দুপুর ২ টায় শহরের নোমানী ময়দানে জানাজা শেষে নিজনান্দুয়ালী গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

(ডিসি/এএস/এপ্রিল ১৮, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test