E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় জখমের চিকিৎসা নিতে এসে আবারো জখম হলেন মা, ছেলে

২০১৬ এপ্রিল ১৯ ১২:৫৬:৪০
মাগুরায় জখমের চিকিৎসা নিতে এসে আবারো জখম হলেন মা, ছেলে

মাগুরা প্রতিনিধি :মাাগুরা সদর হাসপাতালে জখমের চিকিৎসা নিতে এসে আবারো  জখম হলেন মা, ছেলে। মঙ্গলবার সকালে হাসপাতালের ছাদ থেকে প্লাস্টার ভেঙ্গে পড়ে তারা পুনরায় এ জখমের শিকার হন। আহতরা হচ্ছেন, শ্রীপুর উপজেলার দো-সতিনা গ্রামের সাবিনা বেগম (৪২) ও তার ছেলে সাব্বির (১৭)।

সাবিনা বেগম জানান, গ্রাম্য সংঘর্ষের জের ধরে প্রতিপক্ষের হামলায় তিনি ও ছেলে সাব্বির তিন দিন আগে মাগুরা সদর হাসপাতালে ভর্তি হন। এর এক পর্যায়ে মঙ্গলবার সকাল ৯ টার দিকে হাসপাতালের ছাদ থেকে প্লাস্টার ভেঙ্গে তাদের দুই জনের শরীরে উপর পড়ে। এতে তারা মা, ছেলে দুইজনই রক্তাত্ব জখম হন। তবে ছেলে সাবিবরের জখম বেশি হওয়ায় তার মাথাই ৭ টি সেলাই দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সাবিনা বেগম।

মাগুরা সদর হাসপাতালে আরএমও ডা: মুক্তাদির রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সাবিরের জখম একটু বেশি হওয়ায় তার মাথাই সেলাই দেওয়া হয়েছে। সবিনার সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাদেও যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে।


(ডিসি/এস/এপ্রিল১৯,২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test