E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় আদিবাসী কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

২০১৬ এপ্রিল ২০ ১৬:১১:০৭
নওগাঁয় আদিবাসী কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুর উপজেলার দক্ষিন লক্ষীপুর গ্রামের আদিবাসী কিশোরীকে (১৪) ধর্ষণের প্রতিবাদ, ধর্ষকদের গ্রেফতার ও থানার ওসির অপসারণ দাবিতে বুধবার নওহাটা মোড়ে মানববন্ধন করেছে জাতীয় আদিবাসী পরিষদ মহাদেবপুর উপজেলা শাখা।

নওগাঁ-রাজশাহী মহাসড়কের ধারে এদিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপি এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। আগামী ২৬ এপ্রিলের আগে আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে ২৬ এপ্রিল আরো বড় আকারে নওগাঁ জেলা শহরের মুক্তির মোড়ে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালনের আল্টিমেটাম দেয়া হয়।

আদিবাসী নেতা দিলিপ পাহানের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সুভাষ হেমব্রম, নওগাঁ জেলার উপদেষ্টা বাসদ নেতা জয়নাল আবেদিন মুকুল, নওগাঁ জেলা আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি সুধীর পাহান, সাধারন সম্পাদক নিরজ্ঞন পাহান, বাসদ নেতা কালিপদ সরকার, শাইন চৌধুরী, সুনিল পাহান, ভারত পাহান ও ধর্ষনের শিকার কিশোরীর মা শংকরি পাহান।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে দুই ধর্ষকসহ জড়িতদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান। সেইসঙ্গে মহাদেবপুর থানার ওসি কর্তৃক ভিকটিম ও তার মা শংকরি পাহানকে হুমকি-ধামকি দেয়াসহ শংকরি পাহানকে মারপিট করার প্রতিবাদে মহাদেবপুর থানার ওসি সাবের রেজা আহম্মেদকে অবিলম্বে অপারন দাবি করেন তারা। ঘটনার পর ধর্ষিতাকে নিয়ে তার মা থানায় মামলা করতে গেলে ওসি ভিকটিমের মাকে মারপিট করে বলে অভিযোগ করা হয়।

(বিএম/এএস/এপ্রিল ২০, ২০১৬)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test