E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শরীয়তপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে, দলিল লেখকের জীবন নাশের চেষ্টা

২০১৬ এপ্রিল ২০ ১৬:৫২:২২
শরীয়তপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে, দলিল লেখকের জীবন নাশের চেষ্টা

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর পৌর এলাকার বালুচরা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দলিল লেখক ষ্ট্যাাম্প ভেন্ডার আলী আহমদ সরদার ওরফে আলী ভেন্ডারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জীবন নাশের চেষ্টা করা হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা করেছে। এ ঘটনায় পালং মডেল থানায় মামলার প্রক্রিয়া চলছে।

শরীয়তপুর পৌর এলাকার দক্ষিণ বালুচরা গ্রামের আলী ভেন্ডারের ছোট ভাই সোলায়মান সরদার জানান , আমার চাচাতো ভাই কিংডম বিল্ডার্স এর মালিক নুসরাত হোসেন লিটন এর সাথে আমাদের দীর্ঘদিন যাবত জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। গত মঙ্গলবার লিটন তার নামে জমি লিখে দেয়ার জন্য একটি ষ্ট্যাম্পে আমাদের নিকট স্বাক্ষর করাতে গেলে তাতে আমরা রাজিস হইনি। এতে নুসরাত লিটন ক্ষুদ্ধ হয়ে সে ঢাকা চলে যায় । বুধবার সকাল অনুমান সাড়ে ৯ টায় আমার ভাই আলী আহমদ বাড়ি থেকে কর্মস্থলে যাচ্ছিল।

এসময় শরীয়তপুর জেলা শিক্ষা অফিসের টনের ভারাটে৭ে/৮ জনের একদল সন্ত্রাসী তার রিক্সার গতিরোধ করে তাকে লোহাড় হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তার আর্তচিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় শরীযতপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের ভিবভিন্ন স্থানে হাতুড়ি ও ধারালো অস্ত্রের অন্তত ১০-১২ অাঘাত রয়েছে। তার অবস্থা আশংকাজনক । এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।

শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত আলী আহম্মেদ সরদার বলেন, আমার চাচাত ভাই নুসরাত জাহান লিটন এর সাথে জমিজমা নিয়ে প্রায় ২ বছর যাবত বিরোধ চলছে। মঙ্গলবার আমার কাছে ষ্ট্যাম্পে স্বাক্ষর নিতে আসছিল। আমি স্বাক্ষর দেইনি। এতে সে ক্ষুব্ধ হয়। বুধবার সকাল সাড়ে ৯ টায় আমি বাড়ি থেকে বের হয়ে আমার অফিসে যাওয়ার পথে জেলা শিক্ষা অফিসের নিকট পৌছানো মাত্র কয়েকজন সন্ত্রাসী আমার রিক্সার গতিরোধ করে আমাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে। আমি এদের ৬ জনকে চিনতে পেরেছি।

নুসরাত হোসেন লিটন বলেন, আমার সাথে আলী আহম্মেদ সরদারের জমি নিয়ে দ্বন্দ আছে। এ নিয়ে দরবার শালিস হয়েছে। সে জমি বুঝিয়ে দেয়না। আমি ঢাকায় থাকি। তাকে কে বা কারা আহত করেছে তা আমি জানিনা। তবে, পার্শ্ববর্তী পালং ইউনিয়নের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর অফিসের চেয়ার ভাংগা সংক্রান্তে সে জড়িত থাকায় তার উপর হামলা হতে পারে।

পালং মডেল থানার ওসি মোঃ খলিলুর রহমান বলেন, ঘটনার খবর শুনেছি। এখনো লিখিত কোন অভিযোগ পাইনি। পাইলে আইনগত ব্যবস্থা নিব।

(কেএনআই/এএস/এপ্রিল ২০, ২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test