E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পিএসসি পরীক্ষায় নওগাঁর সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি আবারো জেলায় প্রথম

২০১৬ এপ্রিল ২০ ১৬:৫৪:২৩
পিএসসি পরীক্ষায় নওগাঁর সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি আবারো জেলায় প্রথম

নওগাঁ প্রতিনিধি : প্রাথমিক সমাপনী পাশ (পিএসসি) পরিক্ষার ফলাফলে নওগাঁর সাপাহার উপজেলা সদরের মডেল সরকারী প্রথমিক বিদ্যালয়টি আবারো নওগাঁ জেলায় প্রথম স্থান অধিকার করে বার বার তার ঐতিহ্যকে টিকে রেখেছে।

মঙ্গলবার প্রকাশিত ফলাফলে বিদ্যালয়টি উপজেলার সর্বমোট ৩১টি ট্যালেন্টপুলের বৃত্তির কোটার মধ্যে ওই বিদ্যালয় থেকে ২৭টিসহ মোট ৩২জন শিক্ষার্থী বৃত্তি পেয়ে শতভাগ শিক্ষার্থী উর্ত্তীন হয়েছে। প্রায় এক দশক আগে থেকে বিদ্যালয়ের মানোন্নিত পাঠ দান, সু শৃংঙ্খল শিক্ষা পদ্ধতি, দক্ষ শিক্ষক মন্ডলী ও অভিভাবকদের সহযোগীতায় সরকারী বিদ্যালয় হলেও এর শিক্ষার প্রসার ঘটে। সেই থেকে প্রতিবছর ফলাফলের দিক থেকে বিদ্যালয়টিকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা প্রায় ১২শ’জন। এব্যাপারে সদ্য যোগদানকৃত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলামের জানান, বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী দক্ষ পরিচালনা পরিষদ ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়টি তার অতীত ঐতিহ্যকে ধরে রেখেছে।

(বিএম/এস/এপ্রিল২০,২০১৬)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test