E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লোহাগড়ায় আগুনে বসত বাড়ি পুড়ে ছাই

২০১৬ এপ্রিল ২০ ১৮:৫৩:৪৪
লোহাগড়ায় আগুনে বসত বাড়ি পুড়ে ছাই

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার চাচই গ্রামে দুর্বৃত্তদের দেয়া আগুনে একজন দরিদ্র রিক্সা চালকের বসত বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। বর্তমানে ওই চালকসহ তার পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে মানবেতর ভাবে জীবনযাপন করতে বাধ্য হচ্ছে।

এদিকে, অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত রিক্সা চালকের স্ত্রী লোহাগড়া থানায় মামলা দায়ের করলেও ওসি মামলাটি রেকর্ড না করে গড়িমসি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

লিখিত অভিযোগ জানা গেছে, উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই (কেয়ার মোড় সংলগ্ন) গ্রামের মৃত মিজানুর রহমান মোল্লার ছেলে রিকশা চালক মিরাজ মোল্লা (২৫)’র সাথে একই গ্রামের প্রতিবেশি হাছেন জমাদ্দারের ছেলে মন্টু জমাদ্দার (৩০)’র মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। রিক্সা চালক মিরাজ মোল্লার স্ত্রী ইয়াছমিন বেগম সমিতির কিস্তির টাকা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়।

এ সুযোগে গত শনিবার সকালে মন্টু জমাদ্দারসহ তার সহযোগিরা মিরাজ মোল্যার বসত বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। অগ্নিকান্ডে মিরাজের বসত বাড়িসহ প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

এ ঘটনায় মিরাজ মোল্যার স্ত্রী ইয়াসমিন বেগম বাদী হয়ে ৪ জনকে আসামী করে লোহাগড়া থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছে। লোহাগড়া থানার উপ-পরিদর্শক শিমুল দাসের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেলেও লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা রহস্যজনক কারনে মামলাটি রেকর্ড করতে গড়িমসি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

(আরএম/এএস/এপ্রিল ২০, ২০১৬)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test