E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাণীনগরে প্রধান শিক্ষকের অনিয়ম ও দূর্নীতির প্রতিবাদে মানববন্ধন

২০১৬ এপ্রিল ২১ ১৮:৪২:৩৭
রাণীনগরে প্রধান শিক্ষকের অনিয়ম ও দূর্নীতির প্রতিবাদে মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলার রাতোয়াল বিশ্বকবি রবীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ এবং বিচারের দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সুষ্ঠু বিচারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন মানববন্ধনকারীরা ।

দাখিল করা অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রাতোয়াল বিশ্বকবি রবীন্দ্রনাথ (আর,এন) উচ্চ বিদ্যালয়ে গত ২৪ মার্চ ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয় । এর পর প্রধান শিক্ষক শুকবর রহমান নির্বাচিত অভিভাবক সদস্য জিয়াউল হক, জাহিদুল ইসলাম, গোলামরাব্বানী লেবু ও খাজা ময়েন উদ্দীনকে অবহিত না করে তাদের স্বাক্ষর জাল করে পূর্ণাঙ্গ কমিটি শিক্ষাবোর্ডে দাখিল করে অনুমোদন নেয় । এঘটনায় অত্র বিদ্যালয়ের নির্বাচিত ৪ সদস্য ১৮ এপ্রিল স্থাণীয় এমপি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্বোড রাজশাহী, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দাখিল করেন।

বৃহস্পতিবার নির্বাচিত সদস্য ও ছাত্র অভিভাবকরা উপজেলা পরিষদ চত্বরে একই দাবিতে এই মানববন্ধন করেন।

এব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক শুকবর রহমান সাংবাদিকদের জানান, যা কিছু হয়েছে সব নিয়মতান্ত্রিক ভাবেই হয়েছে । এখানে অনিয়মের কিছু নেই।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া বিনতে তাবিব জানান, এব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ।


(বিএম/এস/এপ্রিল২১,২০১৬)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test