E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আজ বালিয়াকান্দির সাত ইউনিয়নে ভোট গ্রহণ শুরু

২০১৬ এপ্রিল ২৩ ০৯:৪৮:৪১
আজ বালিয়াকান্দির সাত ইউনিয়নে ভোট গ্রহণ শুরু

দেবাশীষ বিশ্বাস, বালিয়াকান্দি(রাজবাড়ী):তৃতীয় ধাপে প্রথমবারের মত দলীয় প্রতীকে বালিয়াকান্দির সাতটি ইউনিয়নে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।

তপসীল ঘোষণার পর থেকেই সরকার দলীয় প্রার্থী-সমর্থকদের কারনে মাঠে কোণঠাসা হয়ে নির্বাচন পরিচালনা করেছেন স্বতন্ত্র ও বিরোধী দলীয় প্রার্থীরা। অভিযোগ-পাল্টা অভিযোগ আর সংর্ঘর্ষের মধ্য দিয়ে নির্বাচন আসলেও গতকাল রাতে বালিয়াকান্দি সদর ইউনিয়নের স্বতন্ত্র্ প্রার্থীদের মধ্যে গুলিবিনিময় শংঙ্কা আরো বাড়িয়ে দিয়েছে। সব শংঙ্কাকে মাথায় রেখেই আজ সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে।

বালিয়াকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল আলম উত্তরাধিকার ৭১ নিউজকে বলেন, বালিয়াকান্দি উপজেলার সাতটি ইউনিয়নে ১ লক্ষ ৫৩ হাজার ৪৬ জন ভোটারের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষে কাজ করে যাচ্ছে উপজেলা নির্বাচন অফিস। ৬৩টি সাধারণ ওয়ার্ড, ২১টি সংরক্ষিত ওয়ার্ডে ৬৫টি ভোট কেন্দ্রে তৃতীয় ধাপের বালিয়াকান্দি উপজেলার সাত ইউনিয়নে ভোটগ্রহন অনুষ্ঠিত হচ্ছে।

ভোটগ্রহন শুরুর সাথে সাথেই বিভিন্ন ইউনিয়নের ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। রবিউল নামের এক ভোটার বলেন, দিনে প্রচন্ড গরম থাকার কারনে সবাই ভেবেছে সকালে ভোট দিয়ে অনান্য কাজ শুরু করবো যে কারনে প্রচন্ড ভীড়ের সৃষ্টি হয়েছে।

নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত পুলিশের উপ-পরিদর্শক দীপন মন্ডল বলেন, সুষ্ঠ নির্বাচনের স্বার্থে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালক করবে। তিনি আরো বলেন পুলিশের পাশাপাশি র‌্যাব, বাংলাদেশ বর্ডার গার্ড এবং আনসার বাহীনির সদস্যরা নির্বাচনে দায়িত্ব পালন করছে।



(ডিবি/এস/এপ্রিল২৩,২০১৬)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test