E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাটমোহর উপজেলার ৫ ইউনিয়নে নির্বাচন আজ

২০১৬ এপ্রিল ২৩ ১১:৪২:১৯
চাটমোহর উপজেলার ৫ ইউনিয়নে নির্বাচন আজ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি :আজ শনিবার চাটমোহর উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে নির্বাচনী প্রচার-প্রচারণা শেষ হয়। তবে এই নির্বাচন ঘিরে প্রার্থীদের নির্বাচনী আচরণ ভঙ্গ করে প্রচার-প্রচারণা ছিল সরব। অনেক প্রার্থী অভিযোগ করেছেন ভোটারদের ভয়ভীতি, হুমকি-ধামকি প্রদর্শনের।

৪৮টি ভোট কেন্দ্রের মধ্যে ৪১টি ভোট কেন্দ্র ঝুকিপুর্ণ (গুরুত্বপূর্র্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে।
নির্বাচনে চেয়ারম্যান পদে ২৫ জন, সাধারণ মেম্বার পদে ১৫৮ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৫টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৯৪ হাজার ৯৭৮ জন। এরমধ্যে পুরুষ ৪৭ হাজার ২৭০ জন ও মহিলা ৪৭ হাজার ৭০৮ জন।

৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মূল লড়াই হবে আওয়ামীলীগ (নৌকা প্রতীক) ও বিএনপির (ধানের শীষ) মধ্যে। তবে আ’লীগ ও বিএনপির বিদ্রোহী প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। উপজেলার মথুরাপুর, ডিবিগ্রাম, পার্শ্বডাঙ্গা, ফৈলজানা এবং মুলগ্রাম ইউনিয়নের নির্বাচনকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে আইন-শৃংখলা রক্ষায় ৭ স্তরের নিরাপত্তা গ্রহন করা হয়েছে।

নির্বাচনের সমন্বয়কারী চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার বেগম শেহেলী লায়লা জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ মোট ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ৫টি ইউনিয়নের ৪৮টি ভোট কেন্দ্রে আইন-শৃংখলা রক্ষার দায়িত্ব পালন করবেন। এছাড়া র‌্যাব, বিজিবি, পুলিশ, ব্যাটালিয়ান আনসার, আনসার সদস্য এবং সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার ৫ শতাধিক সদস্যরা দায়িত্ব পালন করবেন। প্রতিটি ভোট কেন্দ্রে একজন করে অফিসার ইনচার্জসহ ৯জন অস্ত্রধারী সদস্য সার্বক্ষণিক অবস্থান করবেন। র‌্যাব, বিজিবি, ব্যাটালিয়ান আনসার সদস্যরা ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া থাকবে একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমান আদালত।

পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালো এবং পুলিশ সুপার আলমগীর কবির চাটমোহরে নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।


(এসএইচএম/এস/এপ্রিল২৩,২০১৬)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test