E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উলিপুরে বিশ্ব বই দিবস পালিত

২০১৬ এপ্রিল ২৩ ১৭:০৭:৫২
উলিপুরে বিশ্ব বই দিবস পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি : আজ ২৩ এপ্রিল বিশ্ব বই-দিবস। পৃথিবীর প্রায় ১০০টি দেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই দিবসটি পালন করা হয়ে থাকে। এই দিবসের অন্যতম উদ্দেশ্য তরুণদের বই পড়ায় আগ্রহী করে তোলার জন্য পাঠাভ্যাসের প্রসার ও সুযোগ বৃদ্ধি করা।

উলিপুর উপজেলায় ১১১ টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। ২০১৬ সালে এই উপজেলায় মোট ১৬,৫০০জন ছাত্র-ছাত্রী বই পড়া কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। বিশ্ব বই দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় ১১১ টি শিক্ষা প্রতিষ্ঠানে বইপড়ার গুরুত্ব বিষয়ে সেমিনার আয়োজন করা হয়েছে। বইপড়া কর্মসূচি সদস্যদের আয়োজনে অুনষ্ঠিত এসকল সেমিনারে শিক্ষক, অভিভাবক এবং ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

ছাত্র-ছাত্রীরা বই পড়ার গুরুত্ব নিয়ে নিজেরাই এই সেমিনারে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেছে। উপস্থিত বক্তাদের সকলেই শিক্ষা প্রতিষ্ঠানে লাইব্রেরির উন্নয়নের প্রয়োজনীয়তার বিষয়টি তাদের বক্তব্যে তুলে ধরেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ কামরুল ইসলাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উলিপুর উপজেলা। সার্বিক সহযোগিতায় ছিলেন মো. হুমায়ুন কবির প্রোগ্রাম অফিসার, পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি, বিশ্বসাহিত্য কেন্দ্র। বিভিন্ন প্রতিষ্ঠানে এ উপলক্ষে দেয়ালিকা প্রকাশ, র‌্যালিসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।



ইউনেস্কো ১৯৯৫ সাল থেকে এ দিনটি বিশ্ব বই ও কপিরাইট দিবস (World Book and Copyright Day) হিসেবে উদযাপন করে আসছে এবং সব সদস্য দেশকে উদযাপন করতে অনুরোধ করেছে। বিশ্ব বই দিবস উন্নত দেশগুলোতে দিবসটি পালিত হয় বইকে জীবনের সঙ্গে জড়িত করার জন্য, জীবনে চলার পথে সঙ্গী করার জন্য। ইউনেস্কো বিশ্ব বই দিবস হিসেবে ২৩ এপ্রিলকে নির্বাচন করে কালজয়ী ইংরেজ লেখক উইলিয়াম শেকসপিয়ার এবং পেরুভিয়ান লেখক গার্সিলাসো দে লা ভেগাকে স্মরণ করার জন্য। উল্লিখিত দুই লেখকই এই দিনে মৃত্যু বরণ করেন। বিশ্বব্যাপী এই দিবসের উদ্দেশ্য হলো-

* বই পাঠের অভ্যাসকে বাড়ানোর জন্য জন সচেতনতা তৈরি ও বইয়ের প্রসার ঘটানো;
* সব বয়সের মানুষের মধ্যে পাঠের অভ্যাস বাড়ানো।
* বই প্রকাশ এবং বইয়ের কপিরাইট সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা।

(এইচকে/এএস/এপ্রিল ২৩, ২০১৬)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test