E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মেহেরপুর আওয়ামী লীগ ৩ ও বিএনপি'র ১ প্রার্থী জয়ী

২০১৬ এপ্রিল ২৪ ১৪:১৪:৪১
মেহেরপুর আওয়ামী লীগ ৩ ও বিএনপি'র ১ প্রার্থী জয়ী

মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুর সদর উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন শেষ হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত ৩ জন ও বিএনপির ১ প্রার্থী জয় লাভ করেছেন।

আমঝুপি ইউনিয়নে আ’লীগ মনোনীত প্রার্থী উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক বোরহান উদ্দিন চুনু (নৌকা) নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ১৭১৬৫। তার নিকট প্রতিদ্বন্দী বিএনপি মনোনীত বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলাম (ধানের শীষ) পেয়েছেন ১৪৬৬৭ভোট।
আওয়ামীলীগ বিদ্রোহী সাবেক উপজেলা ভাইসচেয়ারম্যান(আনারশ) ৮৭৯ ভোট পেয়েছেন।

পিরোজপুর ইউপিতে নির্বাচিত হয়েছেন জেলা আ’লীগের সহসভাপতি আ’লীগ মনোনীত আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, নৌকা প্রতীকে তিনি ভোট পেয়েছেন ১৩১৮১। তার নিকটতম প্রতিদন্দী আওয়ামীলীগ বিদ্রোহী আবু সালেক টনিক বিশ্বাস (আনারশ) তিনি পেয়েছেন ৯১৬৮বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান সামসুল আলম (ধানের শীষ) ৬১৫২ ভোট পেয়েছেন।

বুড়িপোতা ইউপিতে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ইউপি সভাপতি শাহজামান বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীকে তিনি ৯৯০১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদন্দী বিএনপি মনোনীত প্রার্থী এ্যাড. সাইদুর রাজ্জাক সাদ্দাম (ধানের শীষ) পেয়েছেন ৮০৭০ ভোট। জামায়াত সমর্থীত বর্তমান চেয়ারম্যান আব্দুর রউফ মুকুল (চশমা) পেয়েছেন ৪৮৫১ ভোট।

কুতুবপুর ইউপিতে বিএনপি মনোনিত সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম(ধানেরশীষ) ১৫৭৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দী আওয়ামীলীগ মনোনিত প্রার্থী বর্তমান চেযারম্যান ইদ্রিস আলী মাস্টার (নৌকা) ১১০২৪ ভোট পেয়েছেন।

(কেকে/এস/এপ্রিল২৪,২০১৬)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test