E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পার্বতীপুরের  ২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত

২০১৬ এপ্রিল ২৪ ১৫:০৩:১৮
পার্বতীপুরের  ২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :২৩ এপ্রিল শনিবার নির্বাচন কমিশন বিষয়টি পার্বতীপুর উপজেলা প্রশাসনকে পাঠানো এক ফ্যাক্স বার্তায় ৩ নম্বর রামপুর ও ৪ নম্বর পলাশবাড়ীর নির্বাচন স্থগিতের কথা জানিয়েছে। আগামী ৭ মে চতুর্থ ধাপে এই ২টি ইউপির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তরফদার মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন ।

নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২) সামসুল আলম স্বাক্ষরিত ফ্যাক্স বার্তায় বলা হয়েছে, রামপুর ও পলাশবাড়ী ইউনিয়নের ওয়ার্ডগুলো পুনর্বিন্যাস করে গ্যাজেট প্রকাশিত এবং ভোটার তালিকা পুনর্বিন্যাস না হওয়ায় নির্বাচন অনুষ্ঠান না করাই সমীচীন হবে বলে নির্বাচন কমিশন মনে করেন। তাই জেলা নির্বাচন অফিসার ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে ওই ২টি ইউনিয়নের নির্বাচন স্থগিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়।


(এএএম/এস/এপ্রিল২৪,২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test