E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাটমোহরে গুলিতে নিহত:সহস্রাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা

২০১৬ এপ্রিল ২৫ ১৩:৩১:১৯
চাটমোহরে গুলিতে নিহত:সহস্রাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে ইউপি নির্বাচনে একটি কেন্দ্রে ফলাফল ঘোষণা করতে দেরী হওয়া নিয়ে মেম্বার প্রার্থীর সমর্থকদের বিক্ষোভ-অবরোধে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে একজন নিহতের ঘটনায় মামলা হয়েছে

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ইউপি নির্বাচনের জন্য দায়িত্বপ্রাপ্ত) প্রিসাইডিং অফিসার (উপজেলা জনস্বান্থ্য কর্মকর্তা) আলমগীর হোসেন বাদি হয়ে রোববার সকালে মামলাটি দায়ের করেন। সরকারি কাজে বাধাদানের অভিযোগে দায়ের করা মামলায় আসামী করা হয়েছে বাহাদুরপুর গ্রামের এক হাজারের বেশি মানুষকে। এর মধ্যে কয়েকজনকে নামীয় আসামী করা হয়েছে। কিন্তু তদন্তের স্বার্থে তাদের নাম জানাতে অপারগতা প্রকাশ করেন ওসি। তবে মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। গ্রামটি এখন পুরুষশুন্য হয়ে পড়েছে।
এদিকে ঘটনার পর রোববার সকাল ১১টায় ঘটনাস্থল বাহাদুরপুর গ্রাম পরিদর্শনে যান অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম শেহেলী লায়লা, থানার ওসি সুব্রত কুমার সরকার, নবনির্বাচিত মথুরাপুর ইউপি চেয়ারম্যান সরদার আজিজুল হক সহ অন্যরা। আর ময়না তদন্ত শেষে নিহত এমদাদ হোসেন ইন্দার মরদেহ তার গ্রামে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। অপরদিকে ঘটনার পর এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। গ্রেফতার আতংকে অনেকে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।
প্রসঙ্গত: শনিবার সন্ধ্যা সাতটার দিকে মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটের ফল ঘোষণা করতে কালবিলম্ব করতে থাকেন প্রিসাইডিং অফিসার আলমগীর হোসেন। এতে এক মেম্বার প্রার্থীর সমর্থকরা ফলাফল ঘোষণার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে আগুন জ্বালায়। এক পর্যায়ে পুলিশ ও বিজিবি সদস্যদের লক্ষ করে ইট পাটকেল ছুঁড়তে শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলিবর্ষণ করে বিজিবি। এতে গুলিবিদ্ধ হয়ে এমদাদ হোসেন ইন্দা নামের এক ব্যক্তি নিহত হন। নিহত এমদাদ বাহাদুরপুর গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে। তিনি একজন দিনমজুর ছিলেন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে ইউপি নির্বাচনে একটি কেন্দ্রে ফলাফল ঘোষণা করতে দেরী হওয়া নিয়ে মেম্বার প্রার্থীর সমর্থকদের বিক্ষোভ-অবরোধে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে একজন নিহতের ঘটনায় মামলা হয়েছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ইউপি নির্বাচনের জন্য দায়িত্বপ্রাপ্ত) প্রিসাইডিং অফিসার (উপজেলা জনস্বান্থ্য কর্মকর্তা) আলমগীর হোসেন বাদি হয়ে রোববার সকালে মামলাটি দায়ের করেন। সরকারি কাজে বাধাদানের অভিযোগে দায়ের করা মামলায় আসামী করা হয়েছে বাহাদুরপুর গ্রামের এক হাজারের বেশি মানুষকে। এর মধ্যে কয়েকজনকে নামীয় আসামী করা হয়েছে। কিন্তু তদন্তের স্বার্থে তাদের নাম জানাতে অপারগতা প্রকাশ করেন ওসি। তবে মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। গ্রামটি এখন পুরুষশুন্য হয়ে পড়েছে।
এদিকে ঘটনার পর রোববার সকাল ১১টায় ঘটনাস্থল বাহাদুরপুর গ্রাম পরিদর্শনে যান অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম শেহেলী লায়লা, থানার ওসি সুব্রত কুমার সরকার, নবনির্বাচিত মথুরাপুর ইউপি চেয়ারম্যান সরদার আজিজুল হক সহ অন্যরা। আর ময়না তদন্ত শেষে নিহত এমদাদ হোসেন ইন্দার মরদেহ তার গ্রামে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। অপরদিকে ঘটনার পর এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। গ্রেফতার আতংকে অনেকে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।
প্রসঙ্গত: শনিবার সন্ধ্যা সাতটার দিকে মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটের ফল ঘোষণা করতে কালবিলম্ব করতে থাকেন প্রিসাইডিং অফিসার আলমগীর হোসেন। এতে এক মেম্বার প্রার্থীর সমর্থকরা ফলাফল ঘোষণার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে আগুন জ্বালায়। এক পর্যায়ে পুলিশ ও বিজিবি সদস্যদের লক্ষ করে ইট পাটকেল ছুঁড়তে শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলিবর্ষণ করে বিজিবি। এতে গুলিবিদ্ধ হয়ে এমদাদ হোসেন ইন্দা নামের এক ব্যক্তি নিহত হন। নিহত এমদাদ বাহাদুরপুর গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে। তিনি একজন দিনমজুর ছিলেন

(এস এইচএম/বি এইচ২৫এপ্রিল২০১৬)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test