E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ব্যবসা নয় সেবা করতে আসুন: প্রবাসী কল্যাণমন্ত্রী

২০১৪ জুন ০৫ ১৪:১৬:১০
ব্যবসা নয় সেবা করতে আসুন: প্রবাসী কল্যাণমন্ত্রী

স্টাফ রিপোর্টার : জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রাকে উদ্দেশ্য করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জনশক্তি রপ্তানী করতে চাইলে ব্যবসা নয়, সেবা করার মানসিকতা নিয়ে আসুন।

সেবার মানসিকতা থাকলে লাভও হবে। কিন্তু এই খাতকে ব্যবসা খাত ধরলে চলবে না।

বৃহস্পতিবার রাজধানী এক হোটেলে বায়রার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, এখানে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই। সরকারের অভিবাসন আইন ও নিবন্ধনের শর্ত মেনেই বিদেশে লোক পাঠাতে হবে বায়রাকে।

মন্ত্রী বলেন, বায়রা এবং সরকার কেউ কারো প্রতিপক্ষ নয়। বায়রা হচ্ছে সরকারের নিবন্ধিত এজেন্ট। সরকারের নিয়মকানুন মেনেই তাদের বিদেশে জনশক্তি রপ্তানি করতে হবে।

(ওএস/এটিআর/জুন ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test