E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নড়াইলে ওজোপাডিকো শ্রমিক কর্মচারীলীগের বিক্ষোভ সমাবেশ

২০১৬ এপ্রিল ২৬ ১৫:১৭:৩৪
নড়াইলে ওজোপাডিকো শ্রমিক কর্মচারীলীগের বিক্ষোভ সমাবেশ

নড়াইল প্রতিনিধি : পে-স্কেলে অর্ন্তভুক্তি, পোষ্য কোটায় চাকুরীর সুযোগ, টার্গেট বোনাস প্রদানসহ ২১ দফা বাস্তবায়নের দাবিতে ওজোপাডিকো শ্রমিক কর্মচারীলীগের উদ্যোগে তিনঘন্টা করে কর্মবিরতি পালন ও বিক্ষোভ সমাবেশ পালিত হয়েছে।

ওজোপাডিকো শ্রমিক কর্মচারীলীগ(বি-২১৩৫) নড়াইল জেলা শাখার আয়োজনে গত ২৫ ও ২৬ এপ্রিল সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত অফিসের কাজকর্ম বন্ধ রেখে শ্রমিকরা অফিস চত্বরে অবস্থান নেয় এবং বিক্ষোভ সমাবেশ করে।

শেষ দিন মঙ্গলবার বেলা ১টার দিকে কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ শেষে দাবি-দাওয়া নিয়ে নড়াইলের নির্বাহী প্রকৌশলী মাহামুদুল হকের সাথে বৈঠকে বসেন। এসময় শ্রমিক নের্তৃবৃন্দ তাদের দাবি-দাওয়া পেশ করেন এবং সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার দাবি জানান।

দাবি বাস্তবায়ন না হলে আগামীতে কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দেওয়া হয়। এসময় ওজোপাডিকো শ্রমিক কর্মচারীলীগ(বি-২১৩৫) নড়াইল জেলা শাখার সভাপতি তৌহিদুজ্জামান, সহসভাপতি আবুবক্কার সিদ্দিক, সাধারণ সম্পাদক আকবর আলী, যুগ্মসাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, আজাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রফিকুল ইসলাম, ওজোপাডিকো বিদ্যুৎ শ্রমিক কর্মচারীলীগের (বি-২১৩৮) জেলা কমিটির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন খান, বি-২১৪০ এর সাধারণ সম্পাদক আক্তার হোসেনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

(টিএআর/এএস/এপ্রিল ২৬, ২০১৬)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test