E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাপাহারে ইউপি নির্বাচন অবাধ ও সুষ্ঠভাবে সম্পন্ন করার অঙ্গীকার

২০১৬ এপ্রিল ২৭ ২০:২৬:৫২
সাপাহারে ইউপি নির্বাচন অবাধ ও সুষ্ঠভাবে সম্পন্ন করার অঙ্গীকার

নওগাঁ প্রতিনিধি :গণতন্ত্র সুরক্ষা ও সরকারের ভাবমূর্তি অক্ষুন্ন রাখার স্বার্থে নওগাঁর জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমান ও পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক বিপিএম, পিপিএম যে কোন মূল্যে আগামী ৭মে অনুষ্ঠিতব্য জেলার সাপাহার উপজেলার সকল ইউনিয়ন পরিষদ নির্বাচন শতভাগ প্রভাবমুক্ত অবাধ, সুষ্ঠ ও  সুশৃংখল ভাবে অনুষ্ঠিত করার অঙ্গীকার করেন।

নির্বাচনে কোন কাল টাকার প্রভাব অন্যায় দূর্নীতিকে প্রশ্রয় দেয়া হবেনা। নির্বাচনের ৩২ঘন্টা পূর্বে ওই এলাকায় চার স্তরের নিরাপত্তা বলয় তৈরী করা হবে। বুধবার বিকেল ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে অডিটোরিয়ামে অনুষ্ঠিত সকল প্রার্থীদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে তারা কথাগুলি বলে জনসাধারণকে আশস্থ করেন।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঁঞার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় অন্যাদের মধ্যে পত্নীতলা সার্কেলের সিনিয়ার সহকারি পুলিশ সুপার মোঃ ইয়াছিন আলী, থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল ইসলাম, নির্বাচন অফিসার মোঃ মোজাম্মেল হক, রির্টানিং অফিসার কৃষি কর্মকর্তা এ এফ এম গোলাম ফারুক হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় ৬ ইউনিয়নের ২২জন চেয়ারম্যান প্রার্থী ও দুই শতাধিক মহিলা সংরক্ষিত আসন ও সাধারণ আসনের প্রার্থী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(বিএম/এস/এপ্রিল২৭,২০১৬)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test