E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুর্গাপুরে কালবৈশাখীর তান্ডবে ২০০ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, শিশুসহ আহত ৪

২০১৬ এপ্রিল ২৮ ১২:০৯:০০
দুর্গাপুরে কালবৈশাখীর তান্ডবে ২০০ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, শিশুসহ আহত ৪

দুর্গাপুর (নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুরে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে কাল বৈশাখীর তান্ডবে উপজেলার বাকলজোড়া ও বিরিশিরি ইউনিয়নের প্রায় ২শতাধিক বাড়ী ঘর শত শত গাছপালা ভেঙ্গে পড়েছে। 

সবচেয়ে ক্ষতিগ্রস্ত গ্রাম বাকলজোড়ার রামনগরে সরেজমিনে গিয়ে দেখা যায় যে, ঐ গ্রামে ৩৫টি কাঁচা ঘর সম্পূর্ণ রুপে ভেঙ্গে পড়েছে। আংশিকভাবে ভেঙ্গে পড়েছে আরো ৫৮টি ঘর এর মধ্যে লিটন সরকার, সাইফুল, নজরুল, বারেক, নয়ন মিয়া, শের আলী তাদের বাড়ীর সব কটি ঘর সম্পূর্ন রুপে ভেঙ্গে পড়েছে ফলে ঐ সমস্ত বাড়ী ঘরের লোকেরা গাছের নিচে আশ্রয় নিয়েছে। মারাত্মকভাবে আহত হয়েছেন খোদেজা খাতুন ও তার স্বামী শেরআলী এবং লালু মিয়ার ৭বছরের শিশু সন্তান জাইম। এছাড়াও জালাল উদ্দিন রনির মুরগীর খামারের ৪০০শত বাচ্চা মারা গিয়েছে। এছাড়াও কুমুদগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সিঁড়ির চাল উড়িয়ে নিয়ে গেছে ও রুমের দরজা ভেঙ্গে গেছে।

জানা গেছে তিন ধাপে এই ঝড়ে ধ্বংস লীলার স্থায়িত্বকাল ছিল মাত্র ৫ থেকে ৭মিনিট। উপজেলা পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক খান ও বাকলজোড়া ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শফিক ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়ে জেলা প্রশাসক ও স্থানীয় এমপি কে অবহিত করেছেন।

অপরদিকে বিরিশিরি ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রুহু জানান, ইউনিয়নের খালিশাপাড়া, শিরবির, পিপুলনারী, কাপাসাটিয়া, বাড়ইকান্দি, দাখিনাইল গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া ঘুর্ণিঝড়ে শতাধিক বাড়ীঘর ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে।





(এনএস /এস/এপ্রিল২৮,২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test