E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাংনীতে বাসের ধাক্কায় সাবেক সেনা সদস্যের মৃত্যু

২০১৬ এপ্রিল ২৮ ১২:৩৬:০৩
গাংনীতে বাসের ধাক্কায় সাবেক সেনা সদস্যের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি :মেহেরপুরের গাংনীতে পুলিশ চেকিংয়ের সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ হারালেন আবু খান (৫০) নামের এক সাবেক সেনা সদস্য। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিতে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাংনী পশ্চিম মালসাদহ গ্রামের মেহেরপুর-কুষ্টিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু খাঁন উপজেলার ধর্মচাকী গ্রামের খেদের আলীর ছেলে।

স্থানীয়রা জানান, এ দুর্ঘটনার সময় গাংনী থানার উপপরিদর্শক (এস আই) শহিদুল ইসলাম চেক পোষ্ট বসিয়ে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র চেক করছিলেন। এ সময় আবু খাঁ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে গাংনীতে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে গাড়ি থামাতে বলেন। এ সময় তিনি পুলিশের কাছাকাছি আসলে পিছন থেকে মেহেরপুরগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ ঘটনার পরপরই স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে ঘাতক বাসে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। পরে গাংনী থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন ঘটনা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন লাগিয়ে দেয়। তাৎক্ষনিক সামাল দিতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।


(এমএমআই /এস/এপ্রিল২৮,২০১৬)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test