E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাটমোহরে ট্রেনে কাটা সাবেক নিরাপত্তা কর্মীর মৃত্যু

২০১৬ এপ্রিল ২৮ ২১:৫২:১৮
চাটমোহরে ট্রেনে কাটা সাবেক নিরাপত্তা কর্মীর মৃত্যু

চাটমোহর (পাবনা) প্রতিনিধি :পাবনার চাটমোহর রেলওয়ে স্টেশনে ঈশ্বরদী থেকে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আফছার আলী ওরফে আবু হাছান (৭০) নামে রেলের এক সাবেক নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে। চাটমোহর রেলওয়ে স্টেশনে বৃহস্পতিবার সকাল আটটার দিকে এ দূর্ঘটনা ঘটে।

নিহত আফছার আলী সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার নওকৈড় গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে ও রেলওয়ের অবসর প্রাপ্ত নিরাপত্তা কর্মি।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সকালে আফছার আলী সিরাজগঞ্জ এক্সপ্রেস নামক ট্রেনে ঈশ্বরদী থেকে সিরাজগঞ্জের উল্লাপাড়া যাচ্ছিলেন। চাটমোহর স্টেশনে ট্রেন যাত্রা বিরতিকালে আফছার আলীকে স্ত্রী পান আনতে বলে। স্ত্রীকে রেখে ট্রেন থেকে নীচে নেমে পানের দোকানে যায়। হঠাৎ ট্রেন ছেড়ে দিলে দৌঁড়ে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের নীচে পড়ে কাটা পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়রা চাটমোহর থানায় লাশটি রেখে দেয়। খবর পেয়ে নিহতের পরিবারের স্বজনরা থানায় আসে।
খের সামনে স্বামীর মৃত্যু দেখে স্ত্রী বিলাপ করছে। একটি পান কেড়ে নিল একটি তাজা প্রাণ, স্ত্রী কিছুকেই মানতে পারছে না।

সিরাজগঞ্জ জিআরপি থানার উপ-পরির্শক (এসআই) জাহিদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের পর পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

(এসএইচএম/এস/এপ্রিল২৮,২০১৬)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test