E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

স্কুলে জ্বিনের আসর !

২০১৬ এপ্রিল ২৮ ২২:০৯:৩৩
স্কুলে জ্বিনের আসর !

চাটমোহর (পাবনা) প্রতিনিধি :পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের ৯৮ নং ব্রক্ষ্মপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জ্বিনের আসরের আতঙ্কে গত কয়েক দিনে পঞ্চম শ্রেণির ৫ ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে।

বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শাহাদত হোসেন জানান, স্কুলে প্রথম সাময়িক পরীক্ষা চলছে। জ্বিনের আসরের ভয়ে শিক্ষার্থীরা নিজ নিজ অভিভাবকদের সাথে নিয়ে বিদ্যালয়ে আসছে । গত ৬/৭ দিনে পঞ্চম শ্রেণির ছাত্রী রুমা, শাহানাজ, সুলতানা, মেঘলা ও মধু আক্রান্ত হয়েছে। এর উপসর্গ হিসেবে তিনি জানান, হঠাৎ করে ছাত্রীরা ভয় পেয়ে অস্বাভাবিক আচরণ করছে এবং অজ্ঞান হয়ে পড়ছে। চিকিৎসায় ভালো হলেও ফের আক্রান্ত হচ্ছে তাদের কেউ কেউ।

বিদ্যালয়ের শিক্ষক আসাদুজ্জামান জানান, গত মঙ্গলবার ভাঙ্গুড়া উপজেলার শিঙ্গারী গ্রাম থেকে চুনু কবিরাজ নামক একজনকে এনে ঝাঁড় ফুক দেওয়া হয়েছে স্কুলে। তাকে ২শ’ টাকাও দেয়া হয়েছে। তবুও বুধবারে আবার এমন ঘটনা ঘটলো। এ ঘটনায় পুরো গ্রামে জ্বিন আতংক বিরাজ করছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাশার শামসুজ্জামান জানান, কয়েক দিন পূর্বেও বিদ্যালয়টিতে এমন ঘটনা ঘটেছে। সম্ভবত অতিরিক্ত গরমের কারণে এমনটি ঘটছে।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর আলম জানান, এটি এক ধরণের ফোবিয়া। ভয়, তাপমাত্রা বৃদ্ধি, মেজাজ খারাপ হয়ে যাওয়াসহ বিভিন্ন কারণে এমনটি হয়। এসময় ওদের সাহস যোগাতে হবে।

(এসএইচএম/এস/এপ্রিল২৮,২০১৬)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test