E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পিরোজপুরে সরকারি ক্রয় স্বচ্ছতা বিষয়ক মতবিনিময় সভা

২০১৬ এপ্রিল ২৯ ১৬:৫৭:৫৮
পিরোজপুরে সরকারি ক্রয় স্বচ্ছতা বিষয়ক মতবিনিময় সভা

অভিজিত রাহুল বেপারী : সরকারি ক্রয় স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার পিরোজপুরের এলজিইডি এর সভাকক্ষে গভর্নমেন্ট এন্ড টেন্ডারার ফোরাম গঠন বিষয়ক মতবিনিময় এক কর্মসূচীর আয়োজন করা হয়।

বিশ্ব ব্যাংকের সহায়তায় সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিকেল ইউনিট (সিপিটিইউ) কর্তৃক বাস্তবায়নাধীন সরকারি ক্রয় সংস্কার প্রকল্পের আওতায় চলমান এ ক্রয় সংলাপ ও ফোরাম গঠন সংলাপের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলজিইডি এর পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মো: রফিকুল ইসলাম। অনুষ্ঠানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মো: ইয়াসিন আরাফাত, পিরোজপুরে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো: আবু হানিফ, সড়ক পরিবহন ও সেতু বিভাগের পিরোজপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী মো: আক্তার আলী, গণপূর্ত বিভাগের পিরোজপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী মো: ইসহাক বাবুল সহ জেলার বিভিন্ন প্রকৌশল বিভাগের প্রকৌশলীগণ এবং সংশ্লিষ্ট ঠিকাদারগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

পরিকল্পনা মন্ত্রণালয়ের বিসিসিপি এর ক্যাপাসিটি বিল্ডিং স্পেশালিষ্ট মারুফা খাতুন এবং সিনিয়র প্রোগ্রাম অফিসার মো: আব্দুস সালাম অনুষ্ঠানে বিষয় ভিত্তিক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার ই-টেন্ডার সিস্টেম চালু করায় সরকারি ক্রয় স্বচ্ছতার সৃষ্টি হচ্ছে। সংশ্লিষ্ট ঠিকাদার এবং প্রকৌশলীগণকে এ বিষয়ে সচেতন এবং তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ পর্যন্ত ৩৮ টি জেলায় এ ধরনের ক্রয় সংলাপ ফোরাম গঠন ও মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে। উপস্থিত সকলের সম্মতিতে প্রকিউরিং এন্টিটি ও টেন্ডারারদের সমন্বয় ১৩ সদস্য বিশিষ্ট একটি গভর্নমেন্ট এন্ড টেন্ডারার ফোরাম গঠন করা হয়।

(এআরবি/এএস/এপ্রিল ২৯, ২০১৬)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test