E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

নন্দীগ্রামে ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ইয়াবা ও গাঁজা উদ্ধার

২০১৬ এপ্রিল ২৯ ১৭:৩১:৩৭
নন্দীগ্রামে ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ইয়াবা ও গাঁজা উদ্ধার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার ও পল্লী বিদ্যুতের লাইনম্যান, কথিত আওয়ামীলীগ-ছাত্রলীগ পরিচয়ধারি নেতা ও আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর জামাইসহ ৬জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে থানার ওসি হাসান শামীম ইকবালের নেতৃত্বে সেকেন্ড অফিসার মনিরুল ইসলাম, এএসআই আইউব আলী ও এএসআই নুর মোহাম্মদ সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর শহরের ৭নং ওয়ার্ডের কলেজপাড়া মহল্যায় আব্দুর রহিম রবিন ড্রাইভারের বাড়িতে পল্লী বিদ্যুতের লাইনম্যান জসিমের মাদকের আখড়ায় অভিযান চালায়। অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৫২পিচ ইয়াবা (এ্যাম ভিটামিন), ১শ’গ্রাম গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করাসহ পুলিশ হাতেনাতে ৬জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা- কুখ্যাত মাদক ব্যবসায়ী উপজেলার বুড়ইল ইউনিয়নের চকরামপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে ও বুড়ইল ইউপি নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আশরাফ আলীর জামাই জেলা ছাত্রলীগের কথিত নেতা পরিচয়ধারি জাহিদুর রহমান জাহিদ (৩০), ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই পন্ডিতপাড়ার মৃত আবু তালেবের ছেলে কথিত বগুড়া শহর আওয়ামীলীগ নেতা পরিচয়ধারি শফিকুল ইসলাম মানিক (৪৩), দামরুল গ্রামের ফজলুল হকের ছেলে সাবেক ছাত্রলীগ নেতা গাওছুল বারী (৩৮), পল্লী বিদ্যুতের নন্দীগ্রাম এরিয়ার লাইনম্যান সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার মাদলা গ্রামের খালেকুজ্জামানের ছেলে জসিম উদ্দিন (৩৩), বগুড়ার শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম পূর্বপাড়ার মৃত শামছুর রহমানের ছেলে স্বেচ্ছাসেবকলীগ নেতা পরিচয়ধারি লাবলু প্রামাণিক (২৫) ও একই গ্রামের পালপাড়ার আব্দুল মজিদের ছেলে নুরনবী (৩০)। এ ঘটনায় ১৯৯০সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ৯(ক) ধারায় থানায় একটি মামলা করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা নিজেদের আওয়ামীলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগ নেতা পরিচয় দিয়েছে বলে জানিয়ে থানার ওসি হাসান শামীম ইকবাল জানান, ধৃতরা উপজেলা জুড়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল ও সন্ত্রাসীমূলক কর্মকান্ডে জড়িত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

(এমএনআই/এএস/এপ্রিল ২৯, ২০১৬)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test