E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন চেয়ারম্যান পদপ্রার্থী নার্গিস সরকার

২০১৬ এপ্রিল ৩০ ১৬:২৮:১৩
নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন চেয়ারম্যান পদপ্রার্থী নার্গিস সরকার

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলার ১১ উপজেলার ৯৯টি ইউনিয়ন পরিষদের মধ্যে সাপাহার উপজেলার সদর ইউনিয়নে একমাত্র নারী চেয়ারম্যান পদপ্রার্থী নার্গিস সরকার। বিশিষ্ট শিল্পপতি, নারী উদ্যোক্তা ও সমাজসেবক এই নার্গিস সরকার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী ( আওয়ামী লীগের বিদ্রোহী) হিসেবে আনারস প্রতীক নিয়ে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন।

বর্তমানে তিনি নির্বাচনী প্রচারনায় মাঠ দাপিয়ে ফিরছেন। গরম করে তুলেছেন তিনি নির্বাচনী মাঠ। প্রখর রোদ আর প্রচন্ড গরম উপেক্ষা করে তিনি তার কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে দ্বারে দ্বারে ভোট প্রার্থনার পাশাপাশি সাধারণ মানুষের খোঁজ-খবর নিচ্ছেন। আগামী ৭ মে চতুর্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাপাহার সদর ইউনিয়নে একই পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আকবর আলী এবং বিএনপি মনোনিত প্রার্থী বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী (বেনু) প্রতিদ্বন্দ্বীতা করছেন। ভোটারদের মতে, বর্তমানে এই নারী প্রার্থী নার্গিস সরকার প্রচারনায় এগিয়ে রয়েছেন।

সাপাহার উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও বিশিষ্ট শিল্পপতি নার্গিস সরকার। তিনি বাংলাদেশ ব্যাংকের (আইএমএসএমই) একজন সক্রিয় সদস্য। সাপাহারে অবস্থিত এনএন সরকার এগ্রো লিমিটেড কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক, সরকার মাষ্টার ওয়েল মিলের পরিচালক ও বিশিষ্ট নারী উদ্যোক্তা।

নার্গিস সরকার জানান, শিক্ষা জীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামীলীগের সাথে জড়িয়ে পড়েন। দেশ সেবার কাজে নিজেকে ব্রতী করার জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। এবার নির্বাচনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু দল তাকে মননোয়ন না দেয়ায় স্বতন্ত্র পদে নির্বাচন করছেন। তিনি আরো জানান, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জেননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল। তিনি দেশকে ডিজিটাল ভাবে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে চলছেন। প্রতিটি ক্ষেত্রে নারীরা এগিয়ে চলছে। নার্গিস সরকার দীর্ঘদিন থেকেই উপজেলার সমাজসেবা মূলক বিভিন্ন কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

(বিএম/এএস/এপ্রলি ৩০, ২০১৬)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test